ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৬

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। মহানগরীসহ জেলার ১৫টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শেষ পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী সিটি করপোরেশনসহ জেলার ১৪টি পৌরসভা, ৯টি উপজেলা পরিষদ ও ৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করন। জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন জানান নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহীর সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে। প্রসঙ্গত, প্রথমবারের মত অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু (তালগাছ প্রতীক) এবং একই দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আনারস প্রতীক)।
×