ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্ক

প্রকাশিত: ২০:০০, ২৮ ডিসেম্বর ২০১৬

ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্ক

অনলাইন ডেস্ক॥ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাওয়ারে মঙ্গলবার বিকেলে একটি মালিকানাবিহীন ব্যাগ শনাক্ত করা হয়। ব্যাগের ভেতরে বোমা বা বিস্ফোরক কিছু থাকতে পারে এ সন্দেহে হইচই পড়ে যায়। নিউইয়র্ক শহরে অবস্থিত টাম্প টাওয়ারে সবসময় ভিড় থাকে। কারণ, ৫৮ তলার আকাশছোঁয়া ওই টাওয়ারে অনেক অফিস, ব্যবসায়িক ক্ষেত্র এবং আবাসনও রয়েছে। বোমাতঙ্ক ছড়ালে প্রাণ বাঁচাতে সকলেই এদিক ওদিক পালাতে থাকেন। এতে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় পুলিশের পাশাপাশি ডাকা হয় বম্ব স্কোয়াডকে। কিন্তু বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। বাচ্চাদের কিছু খেলনা ছিল ওই ব্যাগে। দীর্ঘ চার বছর পর নির্মাণকাজ শেষ হওয়ার পর ট্রাম্প টাওয়ারের উদ্বোধন হয় ১৯৮৩ সালের ৩০ নভেম্বর। মঙ্গলবার বিকেলে এ বোমাতঙ্কের মধ্যে পড়তে হয়নি ট্রাম্পকে। ওই সময় তিনি ছিলেন ফ্লোরিডায়।
×