ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যে ১৬টি দেশের পাসপোর্ট সবচেয়ে ক্ষমতাবান

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৬

যে ১৬টি দেশের পাসপোর্ট সবচেয়ে ক্ষমতাবান

অনলাইন ডেস্ক॥ আপনার যদি সুইডেনের নাগরিকত্ব থাকে তাহলে আপনার হাতে থাকবে ভ্রমণের প্রচুর ক্ষমতা। সুইডেনের নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৫৮টি দেশে যেতে পারেন। এতে অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় আন্তর্জাতিক ভ্রমণ আরো সস্তা এবং সহজ হয়ে আসে। উদাহরণত আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। বিশ্বব্যাপী আর্থিক উপদেষ্টা ফার্ম আর্টন ক্যাপিটাল ১৯৩ টি দেশের সরকারি তথ্য-উপাত্ত জড়ো করে ২০১৬ সালের সবচেয়ে ক্ষমতাবান পাসপোর্টগুলোর তালিকা তৈরি করেছে। তালিকার শীর্ষ ১৬তে আছে যুক্তরাষ্ট্র। তবে আগামী চার বছরের ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র তার স্থানটি হারাতেও পারে। মেক্সিকো এবং জার্মানির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা বাতিলও হয়ে যেতে পারে। যে ১৬টি দেশের পাসপোর্ট বর্তমানে সবচেয়ে ক্ষমতাবান: ১৬. মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়। ১৫. জাপান- ১৫৫ দেশ। ১৪. নরওয়ে- ১৫৫ দেশ। ১৩. বেলজিয়াম- ১৫৫ দেশ। ১২. নেদারল্যান্ডস- ১৫৫ দেশ। ১১. ইতালি- ১৫৫ দেশ। ১০. ডেনমার্ক- ১৫৫ দেশ। ৯. সিঙ্গাপুর- ১৫৫ দেশ। ৮. যুক্তরাজ্য- ১৫৬ দেশ। ৭. দক্ষিণ কোরিয়া- ১৫৬ দেশ। ৬. স্পেন- ১৫৬ দেশ। ৫. সুইজারল্যান্ড- ১৫৬ দেশ। ৪. ফ্রান্স- ১৫৬ দেশ। ৩. ফিনল্যান্ড- ১৫৬ দেশ। ২. সুইডেন- ১৫৭ দেশ। ১. জার্মানি- ১৫৮ দেশ।
×