ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামেক ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৫০, ২৮ ডিসেম্বর ২০১৬

রামেক ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ওয়ার্ডে ফিরে গেছেন। আলোচনায় আওয়ামী লীগের রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম রফিকুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিম ছাড়াও রামেক হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরে যান। নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ইন্টার্ন চিকিৎসককে মারধর করার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
×