ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৬:৩১, ২৮ ডিসেম্বর ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

(পূর্ব প্রকাশের পর) ৪১. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে? ক) সার্ভার খ) ক্লায়েন্ট গ) প্রোটোকল ঘ) টার্মিনাল ৪২. বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর? ক) কাগজ খ) হার্ডওয়্যার গ) মোবাইল ঘ) সফটওয়্যার ৪৩. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে ব্যবহার করা হয়- র. রোবট রর. মোবাইল ফোন ররর. স্বয়ংক্রিয় যন্ত্র নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৪. নিচের কোনটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস? ক) ই-মেইল ) ওয়াইফাই গ) অপটিক্যাল ফাইবার ঘ) কো-এক্সিয়াল ৪৫. জুম করার স্ক্রোল কোথায় থাকে? ক) স্ট্যাটাস বারের ডান দিকে খ) স্ট্যাটাস বারের বাম দিকে গ) এ্যাড্রেস বারের ডান দিকে ঘ) এ্যাড্রেস বারের বাম দিকে ৪৬. স্প্রেডশিটে ফর্মুলা হলো- র. =অও – ইও রর. ঝঁন ররর. =অও + ইও নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৭. তথ্য প্রকাশে সহায়তা করে কোন মাধ্যমটি? ক) ইন্টারনেট খ) ঝগঝ গ) মোবাইল ঘ) কম্পিউটার ৪৮. ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়- র. বই রর. গান ররর. চলচ্চিত্র নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : কবির তার দাদার বাড়িতে বসে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে চাকরির দরখাস্ত করলেন এবং শহরে যাওয়ার জন্য ট্রেনের টিকেটও কাটলেন। ৪৯. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৫০. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে? ক) লোকাল টক খ) ইন্ট্রানেট গ) ইন্টারনেট ঘ) অমনিনেট সঠিক উত্তর : ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (ক)
×