ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহীয়ান দ্বীপ

ফেলপস-বোল্টের অমরত্ব

প্রকাশিত: ০৬:২৫, ২৮ ডিসেম্বর ২০১৬

ফেলপস-বোল্টের অমরত্ব

শেষ হয়ে গেল আরও একটি বছর। এই ৩৬৫ দিনে অসংখ্য ঘটনার সাক্ষী আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। ব্রাজিলের রাজধানী রিও অলিম্পিকে বিশ্ব এ্যাথলেটদের নজরকাড়া পারফর্মেন্স মুগ্ধ-বিমোহিত করেছে ক্রীড়ামোদী মানুষদের। ক্রিকেট, ফুটবল কিংবা টেনিসেও ছিল অসাধারণ আনন্দ-বেদনার সব কীর্তি। বিশ্বক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ২০১৬ সালের আলোচিত সব ঘটনা নিয়েই আজকের এ আয়োজন। ফুটবলে এ বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের পর এক সাফল্যের দেখা পেয়েছেন তিনি। এ বছর রিয়াল মাদ্রিদকে তিনটি শিরোপা উপহার দিয়েছেন সিআর সেভেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা সুপার কাপ এবং সর্বশেষ ক্লাব বিশ্বকাপের ট্রফি। সেইসঙ্গে নিজের দেশ পর্তুগালকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এসবের স্বীকৃতিস্বরূপ-ই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হটিয়ে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও নাকি তার হাতেই উঠছে এবার। এ বছর কোচ হিসেবে আলো ছড়িয়েছেন জিনেদিন জিদানও। ফরাসী কিংবদন্তির অধীনেই যে তিন তিনটি শিরোপা জয়ের স্বাদ পায় স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। লুইস এনরিকের অধীনে এবার লা লীগার শিরোপা জিতে বার্সিলোনা। তাই তাকে নতুন করে চুক্তি-স্বাক্ষর করার জন্য পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি। তবে বার্সার জার্সিতে সফল মেসি জাতীয় দলের হয়ে আরও একটি দুঃখের বছর পার করলেন এলএম টেন। বার্সিলোনার আর্জেন্টাইন তারকাকে বিষাদ উপহার দিয়েছে উড়তে থাকা চিলি। টানা দুই বছর চিলির কাছে যে কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়েছে আর্জেন্টিনাকে। ক্লাব ফুটবলে দুর্দান্ত একটি বছর কাটিয়েছে লিচেস্টার সিটি। রূপকথার জন্ম দিয়ে অবিশ্বাস্য ধারাবাহিকতা আর নজরকাড়া সাফল্য দেখিয়ে মে মাসে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নেয় তারা। ১৮৮৪ সালে জন্ম নেয়ার পর ১৩২ বছরের ইতিহাসে যা তাদের প্রথম শিরোপা জয়ের রেকর্ড। এর ফলে ১৯৭৮ সালে নটিংহ্যাম ফরেস্টের পর নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইংল্যান্ডের শীর্ষ লীগ। এছাড়া ক্লাব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে জার্মান বুন্দেস লীগার বেয়ার্ন মিউনিখ। ইতালিয়ান সিরি’এ লীগের দল জুভেন্টাস এবং ফরাসী লীগের প্যারিস সেইন্ট জার্মেই। গত কয়েক বছর ধরেই নিজেদের লীগে এককভাবে রাজত্ব করছে ক্লাব তিনটি। টেনিসে আলো ছড়িয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। মহিলা এককে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন জার্মানির এই প্রতিভাবান তারকা। যার শুরুটা করেছিলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর উইম্বলডনের ফাইনালে হারলেও বছরের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন কারবার। মহিলা এককে ২০১৬ সালটা খুব ভাল না কাটলে সেরেনা উইলিয়ামস নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। উইম্বলডন জিতে ওপেনযুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøামজয়ী জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফ ও সেরেনা উইলিয়ামস উভয়ের দখলেই এখন সমান ২২ গ্র্যান্ডস্লাম। আর পুরুষ এককে দ্যুতি ছড়িয়েছেন এ্যান্ডি মারে। বিদায়ী বছরে টেনিসের রঙিন ভুবন মাতিয়েছেন ব্রিটেনের এই টেনিস তারকা। বছরের চারটি গ্র্যান্ডস্লামের মধ্যে শুধু উইম্বলডন জিতলেও নোভাক জোকোভিচের রাজত্বে হানা দেন মারে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার অলিম্পিকে স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন তিনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ জয়ের পর এবার রিওতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন মারে। বছরের শেষ মুহূর্তে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ট্রফিও নিজের শোকেসে তুলেন তিনি। যে কারণেই জোকোভিচকে সরিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেন মারে। টেনিসে এ বছর আলোচনায় ছিলেন মারিয়া শারাপোভাও। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে রুশ তারকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। মাশার শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপীল করেন তিনি। যে কারণে সাজা কমিয়ে নয় মাসে নামিয়ে আনা হয়। ২০১৬ সালে ক্রিকেটে যেন পুনর্জন্ম হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। চার মাসের মধ্যে ক্যারিবিয়ান ক্রিকেটে সুবর্ণ উৎসব রচিত হয়। অনুর্ধ-১৯ ক্রিকেটের পর নারীদের বিশ্ব শিরোপা জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপও জিতে নেয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে ব্রায়ান লারার দেশ। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফাইনালের মঞ্চে অ্যাকশন হিরো ছিলেন কার্লোস ব্রাথওয়েট। এ বছরের বড় আকর্ষণ ছিল রিও অলিম্পিপ। যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। এবারও শ্রেষ্ঠত্ব নিয়ে দেশে ফিরেছেন মার্কিন ক্রীড়াবিদরা। ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা ৪৬ স্বর্ণ রিওতেও অটুট রাখে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ১২১ পদক জিতে তালিকায় অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকে মার্কিনীরা। তবে সবার নজর কেড়েছেন মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট। রিও অলিম্পিকে দুজনই ইতিহাসের পাতায় অমর হয়েছেন। ফেলপস সর্বকালের সেরা অলিম্পিয়ান হয়ে গেছেন অলিম্পিকে সর্বোচ্চ ২৩ স্বর্ণসহ মোট ২৮টি পদক জিতে। আর বিস্ময়কর বোল্ট ২০০৮ ও ২০১২ সালের পর রিও অলিম্পিকেও জিতেছেন ১০০, ২০০ ও স্বল্প ১০০ মিটার রিলের স্বর্ণপদক। প্রথম ক্রীড়াবিদ হিসেবে ট্রিপল জয়ের হ্যাটট্রিক গড়েন গতির দানব বোল্ট। তবে কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছে রিও অলিম্পিকে রাশিয়ান এ্যাথলেটদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপপাপে জড়িত থাকার বিষয়টি। বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ-ওয়াডা) পক্ষে তদন্তকারী কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেন এক প্রতিবেদনে রাশিয়ান ক্রীড়াবিদদের নিষিদ্ধ ড্রাগ গ্রহণের এ ব্যাপকতা তুলে ধরেন। সবমিলিয়ে রাশিয়ার ১১৮ জন এ্যাথলেট নিষিদ্ধ হন রিও থেকে। এদিকে স্বপ্নের অলিম্পিক স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ, চারবার ফিফা কনফেডারেশন্স কাপ এবং আটবার কোপা আমেরিকা জেতা সেলেসাওদের ছিল না শুধু অলিম্পিক ফুটবলের স্বর্ণ। অবশেষে সেই অপূর্ণতাও ঘুচিয়েছে নেইমারের ব্রাজিল। তবে অলিম্পিকে কখনও কোন পদক জিততে না পারা বাংলাদেশ আলোচনায় ছিল এবারের রিও অলিম্পিকে। কেননা স্বর্ণপদক জয়ী মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন যে বাংলাদেশী!
×