ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুক্তি বাড়াতে আগ্রহী ইনিয়েস্তা

প্রকাশিত: ০৬:২৫, ২৮ ডিসেম্বর ২০১৬

চুক্তি বাড়াতে আগ্রহী ইনিয়েস্তা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালেই শেষ হয়ে যাবে বার্সিলোনার সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার বর্তমান চুক্তি। তবে শৈশবের ক্লাবে আরও দীর্ঘ সময় থাকতে চান কাতালানদের অধিনায়ক। এ বিষয়ে ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালেই ক্লাবের সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আমার ইচ্ছা এখানেই খেলা চালিয়ে যাওয়া। এটা গোপন কোন কথা নয় বরং গোটা বিশ্বই তা জানে। কিন্তু বার্সিলোনাতে থাকতে হলে আমার পারফর্মেন্সের মানেরও আরও উন্নতি করতে হবে। আর ক্লাবের সঙ্গে চুক্তি হলে তা দীর্ঘ মেয়াদের হবে বলেই আমার প্রত্যাশা।’ ৩২ বছর বয়সী ইনিয়েস্তার বিশ্বাস কোচ লুইস এনরিকের সঙ্গেও নতুন করে চুক্তি করবে বার্সিলোনা। গত অক্টোবরে দলের তরুণ প্রতিভাবান তারকা নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি-স্বাক্ষর করেছে বার্সিলোনা। এর ফলে ২০২১ সাল পর্যন্ত স্পেনের জায়ান্ট ক্লাবটিতেই থাকছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সম্প্রতি নতুন করে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে কাতালান ক্লাবটি। সংশয় ছিল দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে। এখন পর্যন্ত নতুন চুক্তি না করলেও বার্সার সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকারের আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আর নেইমার-সুয়ারেজের পর মেসিও যদি নতুন করে চুক্তিবদ্ধ হয় তাহলে যে আরও কয়েক বছর বিশ্ব ক্লাব ফুটবলে রাজত্ব করবে বার্সিলোনা তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে মেসিকেই বর্তমান বিশ্ব ফুটবলের সেরা মানছেন তারই সাবেক কোচ পেপ গার্ডিওলা। তার চেয়ে সেরা কোন খেলোয়াড় নেই বলে মন্তব্য করেছেন বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্র্ডিওয়ালা। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যারিয়ারের চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন। তাই মেসির সঙ্গে রোনাল্ডোর তুলনা সর্বত্রই। কিন্তু এই তুলনার সঙ্গে একমত হতে পারছেন না স্প্যানিশ কোচ। তার মতে, ‘মেসির চেয়ে ভাল খেলোয়াড় ফুটবল বিশ্বে এখন নেই। মেসি অন্য পর্যায়ের। তার সঙ্গে তুলনা করার মতো খেলোয়াড় বিশ্ব ফুটবলে নেই।’ গত কয়েক বছর ধরেই মেসি ও রোনাল্ডোকে নিয়ে লড়াই চলছে বিশ্ব ফুটবলে। আসলেই কে সেরা ফুটবলার? সম্প্রতি চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতে সেই পুরনো প্রশ্নকে যেন আবার নতুন করে জাগিয়ে তুললেন রোনাল্ডো। এতে আবারও সরব বিশ্বফুটবল। কেউ বলছেন মেসি সেরা, আবার কারও চোখে সেরা খেলোয়াড় রোনাল্ডো। এই নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছেই। কিছুদিন আগে মেসিকে সেরা বলে নিজের অভিমত তুলে ধরেছিলেন বার্সিলোনার বর্তমান কোচ লুইস এনরিকে। তার কথা শুনে আর চুপ থাকতে পারলেন না গার্ডিওয়ালা। তাই মেসির ব্যাপারে গার্ডিওয়ালা বলেন, ‘লুইসের সঙ্গে আমি একমত। মেসিই সেরা খেলোয়াড়। সে অবশ্যই বিশ্বফুটবলের সেরা খেলোয়াড়। সে জানে কিভাবে ফুটবল খেলতে হয়, কিভাবে গোল করতে হয় এবং কিভাবে দলের সতীর্থদের দিয়ে গোল করাতে হয়। সে দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে খেলে। সে অন্য মানের খেলোয়াড়। দলের সবাইকে এক করেই সে মাঠে খেলে। যা অন্য কাউকে করতে দেখা যায় না। নিজের গোলের জন্য অনেকে খেলে। কিন্তু মেসি এটা করে না। তাই মেসিই সেরা।’ তবে এ কথা অস্বীকার করার কোন উপায় নেই যে, এ বছরটা দুর্দান্ত কেটেছে রোনাল্ডোর। ক্লাবকে চ্যাম্পিয়ন্স লীগ, দেশকে ইউরোর শিরোপা উপহার দেয়ার পাশাপাশি সর্বশেষ ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। আর দুর্দান্ত একটি বছর কাটানোর পুরস্কারই হলো ব্যালন ডি’অর। তাই মেসির ভূয়সী প্রশংসা করা গার্ডিওলা অভিনন্দন জানিয়েছেন রোনাল্ডোকেও। এ বিষয়ে সাবেক বেয়ার্ন মিউনিখের অভিজ্ঞ কোচ গার্ডিওলা বলেন, ‘এই অর্জনে রোনাল্ডোকে অভিনন্দন। তবে মেসির হাতে এই অর্জন মানায়। এখন পর্যন্ত পাঁচবার ব্যালন ডি’অর জিতেছে মেসি। তার সামনে এখনও অনেক সময়। আশা করি সামনের সময়গুলোতে সে অনেক বেশি ব্যালন ডি’অর জিতবে। তারমধ্যে সেই যোগ্যতা ও সামর্থ্য আছে।’
×