ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত: ০৬:২৩, ২৮ ডিসেম্বর ২০১৬

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুরাঙ্গা লাকমলের (৫/৬৩) দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে গুঁড়িয়ে দিলেও লঙ্কানদের সেই আনন্দ দীর্ঘায়িত হয়নি। প্রোটিয়া পেসারদের তোপের মুখে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় দিন এ রিপোর্ট লেখার সময় ৪৫ ওভারে ১২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ১৮ ও রঙ্গনা হেরাথ ৯ রান নিয়ে ব্যাট করছিলেন। কাইল এ্যাবট ও ভারনন ফিল্যান্ডারের আগুন ঝরানো পেসের মুখে একপর্যায়ে ২২ রানের মধ্যে টপ অর্ডারের শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারায় অতিথিরা। ব্যক্তিগত ৫, ৭ ও ৯ রানে সাজঘরে ফেরেন দিমুথ করুনারতেœ, কুশল পেরেরা ও কুশল মেন্ডিজ। কুশল সিলভাকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু সেটিও দীর্ঘ হয়নি। সিলভা ১৬ রান করে আউট হন। ৩২তম ওভারে ৩৯ রান করা ম্যাথুজ যখন কাগিসো রাবাদার শিকারে পরিণত হন দলের সংগ্রহ তখন ৫ উইকেটে ৯৪! এরপর ষষ্ঠ উইকেট জুটিতে দীনেশ চান্দিমাল-ধঞ্জয়া মিলে যোগ করেন ২৭ রান। ২৮ রান করা চান্দিমাল আউট হওয়ার পর মনে হচ্ছিল সহসা গুটিয়ে যাবে লঙ্কানরা। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ২৬* রান তোলেন ধনঞ্জয়া ও হেরাথ। প্রোটিয়াদের হয়ে তিন পেসার ফিল্যান্ডার ৩, কাইল এ্যাবট ২ ও রাবাদা নিয়েছেন ১টি করে উইকেট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দু-দল। বিজয় দিবস বাস্কেটবল স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় লাল (সিনিয়র), নীল (সিনিয়র), সবুজ (সিনিয়র), লাল (জুনিয়র), নীল (জুনিয়র) ও সবুজ (জুনিয়র) দলসহ সর্বমোট ছয় দলের মোট ৩৬ প্রতিযোগী অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় লাল (সিনিয়র) দল নীল (সিনিয়র) দলকে ৬-২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া সবুজ (জুনিয়র) দল নীল (জুনিয়র) দলকে ৪-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় নীল (জুনিয়র) দল। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস (যুগ্মসচিব) প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলি। আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, বাস্কেটবল সাব-কমিটির সদস্য সচিব ফারহাদ জেসমিন লিটি প্রমুখ। রহমতগঞ্জকে হারিয়ে ব্রাদার্সের উন্নতি স্পোর্টস রিপোর্টার ॥ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দারুণ উপভোগ্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি ঘটিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স জেতে ৩-২ গোলে। খেলার প্রথমার্ধের স্কোর ছিল ২-২। ব্রাদার্সের হয়ে গোল করেন ইমতিয়াজ সুলতান জিতু, আব্বাস ইনুশাহ্ এবং মান্নাফ রাব্বি। পক্ষান্তরে রহমতগঞ্জের কঙ্গো ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো জোড়া গোল করেন। নিজেদের একবিংশ ম্যাচে এটা ব্রাদার্সের সপ্তম জয়। ৩০ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদেরও সমান পয়েন্ট।
×