ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিরোপায় চোখ কন্তের

প্রকাশিত: ০৬:২৩, ২৮ ডিসেম্বর ২০১৬

শিরোপায় চোখ কন্তের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) গত মৌসুমটা খুব একটা ভাল কাটেনি চেলসির। জোশে মরিনহোর অধীনে পয়েন্ট টেবিলের দশ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল ব্লুজরা। ব্যর্থতার কারণে তাই কোচকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। তবে মরিনহোর উত্তরাধিকারী হিসেবে চেলসির কোচের দায়িত্ব নিয়েই দৃশ্যপট দারুণভাবেই বদলে দিয়েছেন এ্যান্তোনিও কন্তে। প্রিমিয়ার লীগে এবার অপ্রতিরোধ্য তারা। সোমবার টানা ১২ ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়েছে পাঁচবারের লীগ শিরোপাজয়ীরা। তাদের সামনে এখন নতুন রেকর্ডের হাতছানি। তবে এসব রেকর্ডে খুব বেশি আগ্রহ নেই কন্তের বরং প্রিমিয়ার লীগের শিরোপা জয়টাকেই প্রাধান্য দিতে চান চেলসির এই ইতালিয়ান কোচ। ২০০৯ সালে টানা ১১ ম্যাচে জয় পেয়েছিল চেলসি। দীর্ঘদিন সেটাই ছিল তাদের টানা জয়ের রেকর্ড। এবার নিজেদের আরও উঁচুতে নিয়ে গেছে ব্লুজরা। সোমবার বোর্নমাউথকে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে টানা ১২ ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়েছে তারা। জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে প্রিমিয়ার লীগের টানা জয়ের সর্বোচ্চ রেকর্ডও নিজেদের দখলে নিয়ে নিতে পারাটা চেলসির এখন কেবলই সময়ের ব্যাপার। যে রেকর্ডটা এখন আর্সেনালের দখলে। ২০০২ সালে আর্সেনাল জিতেছিল টানা ১৪ ম্যাচে। সোমবার বোর্নমাউথকে হারিয়ে সেই রেকর্ড ছোঁয়ার আরও কাছাকাছি পৌঁছে গেছে কন্তের শিষ্যরা। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম কোচ হিসেবে মৌসুমের প্রথম ১৮ ম্যাচ থেকে ১৫ ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন কন্তে। তার আগে যা আর কেউ করতে পারেননি। লীগে নতুন রেকর্ড গড়ায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন ইতালিয়ান কোচ। তবে খুব বেশি আত্মতৃপ্তিতেও ভুগতে চাইছেন না চেলসির কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রিমিয়ার লীগে টানা ১২টি ম্যাচ জেতাটা খুব সহজ কোন বিষয় নয়। আমরা দারুণ সময় কাটিয়েছি। কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, এই জয়ের ধারাটা অব্যাহত রাখা।
×