ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধান্ত মিসবাহ-ইউনুসের ওপর

প্রকাশিত: ০৬:২৩, ২৮ ডিসেম্বর ২০১৬

সিদ্ধান্ত মিসবাহ-ইউনুসের ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সের এই এক ঝামেলা। দু-এক ম্যাচে পারফর্ম করতে না পারলেই অবধারিত প্রশ্ন, অবসর নিচ্ছেন কবে? দুই অভিজ্ঞ পাকিস্তানী ক্রিকেটরর মিসবাহ-উল হক আর ইউনুস খানকে যেটা শুনতে হচ্ছে। তবে প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছেন সিদ্ধান্তের ভারটা তাদের ওপরই থাকছে। শুধু তারাই জানে সঠিক সময় কখন আসবে। কিন্তু ড্রেসিং রুমে আমরা তাদের দারুণভাবে সমর্থন করছি। এটাই শুধু বলতে পারি, শেষ পর্যন্ত তারাই মূল সিদ্ধান্ত নেবে। ড্রেসিং রুমে প্রত্যেকেই তাদের সঙ্গে আছে, প্রতিবারই তারা আউট হয়ে ফিরে আসার পরে সবাই তাদের সহযোগিতা করছে। ইউনুস ও মিসবাহকে নিয়ে আমাদের ড্রেসিং রুমে কোন সন্দেহ নেই। এদের মধ্যে একজন গত ছয় বছর যাবত দলের অধিনায়ক হিসেবে পুরো দলকে উজ্জীবিত করে চলেছে। অন্যজন দশ হাজার টেস্ট রানের কাছে পৌঁছে গেছে। ক্যারিয়ারে তারা সবকিছুই সঠিকভাবে অর্জন করেছে।’ ইউনুস ও মিসবাহর অবসরের বিষয়ে যখনই কোন আলোচনা উত্থাপিত হয় তখনই সর্বপ্রথম সামনে চলে আসে এই দুই তারকা পাকিস্তানী ব্যাটনম্যানের বয়স। ৪২ বছর বয়সী মিসবাহ কিংবা ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ইউনুস বৃষ্টি বিঘিœত বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যত ব্যাট হাতে কোন অবদান রাখতে পারেননি। তাদের এই লো-স্কোরিংয়ের ধারা গত কয়েক ম্যাচ ধরেই অব্যাহত রয়েছে। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ইউনুস ডাবল সেঞ্চুরি করে নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন। এরপরপরই সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেন। কিন্তু তারপর থেকে ব্যাট হাতে রানের খরায় পড়া ইউনুসের অবসর নিয়ে আবারও সরব হয়ে উঠেছে সমালোচকরা। যদিও ব্রিসবেনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি।
×