ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, ফেনী সকারের হারে বেঁচে গেল মোহামেডান, বিজেএমসি ২-১ ফেনী সকার

অবনমনের দোরগোড়ায় ফেনী সকার

প্রকাশিত: ০৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৬

অবনমনের দোরগোড়ায় ফেনী সকার

স্পোর্টস রিপোর্টার ॥ কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। ফেনী সকার ক্লাবের হারে বেঁচে গেল মোহামেডান। মঙ্গলবার ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে রেলিগেশন এড়াল তারা। তবে না খেলেই! বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফেনী সকার আসলে খেলেছে টিম বিজেএমসির সঙ্গে এবং আগে গোল করেও হেরেছে আক্ষেপের হার। বিজেএমসি জিতেছে ২-১ গোলে। লীগের প্রথম লেগেও ফেনীকে ১-০ গোলে হারিয়েছিল ‘সোনালী আঁশের দল’ এবং দুই বারের লীগ চ্যাম্পিয়ন বিজেএমসি। নিজেদের একবিংশ ম্যাচে এটা বিজেএমসির পঞ্চম জয়। ২৪ পয়েন্ট তাদের। অবস্থান আগের মতোই, নবম। শেখ রাসেলেরও সমান ম্যাচে সমান পয়েন্ট। তবে গোল তফাতে এগিয়ে থাকায় ২০১২-২৩ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন রাসেল আছে অষ্টম স্থানে। পক্ষান্তরে সকার ক্লাবের এটা দ্বাদশ হার। ১৫ পয়েন্ট নিয়ে আগের মতোই পয়েন্ট টেবিলের তলানিতে (১২ দলের মধ্যে দ্বাদশ) রয়ে গেছে তারা। ১২ মিনিটে বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকে পড়েন ফেনীর নাইজিরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্স। তাকে ফাউল করে বক্সে ফেলে দেন বিজেএমসির ডিফেন্ডার শোয়েব মিয়া। রেফারি শোয়েবকে হলুদ কার্ড এবং পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু পেনাল্টি মিস করেন মিডফিল্ডার মাহবুবুল ইসলাম হিমু। তার শটটি ফিরিয়ে দেন বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। ফিরতি বলে ফেনীর অধিনায়ক-মিডফিল্ডার স্মরণ হাওলাদার শট নিয়ে জালে পাঠান বল (১-০)। ৫২ মিনিটে বিজেএমসির ডিফেন্ডার ইফতেখারুল আলম শাকিল ব্যাকহেড দিয়ে সতীর্থ গোলরক্ষকে বল ব্যাকপাস দেয়ার চেষ্টা করেন। কিন্তু তার নেয়া হেডের বলে গতি কম থাকায় সেই বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বিজেএমসির নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু। তাকে আটকাতে এগিয়ে আসেন সকারের গোলরক্ষক ওসমান গনি। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি গনি। উল্টো তাকে ফাঁকি দিয়ে জালের খুব কাছে গিয়ে ফাঁকা পোস্টে খায়েশ মিটিয়ে আয়েশ করে গোর করেন ইলিয়াসু (১-১)। লীগে এটা তার ব্যক্তিগত চতুর্দশ গোল, যা চলতি লীগে দ্বিতীয় সর্বাধিক গোল (ব্রাদার্সের এনকোচা কিংসলেও করেচেন ১৪ গোল, আবাহনীর সানডে চিজোবা ১৯ গোল করে আছেন শীর্ষে)। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বিজেএমসি। আব্দুল্লাহ পারভেজের বা পায়ের ফ্রি কিক লাফিয়ে উঠে দর্শনীয় হেডে গোল করেন পাঠিয়েছেন ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক ইসাই (২-১)।
×