ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসির টেস্ট দল নিয়ে তুমুল বিতর্ক

প্রকাশিত: ০৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৬

আইসিসির টেস্ট দল নিয়ে তুমুল বিতর্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) বর্ষসেরা টেস্ট দলে জায়গা হয়নি বিরাট কোহলির অথচ তিনি ভারতের টেস্ট অধিনায়ক। ব্যাটিংয়ে-নেতৃত্বে দুর্দান্ত পারফর্মেন্সে দলকে তুলে এনেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কোহলিকে তাদের সেরা টেস্ট একাদশের অধিনায়ক করে আইসিসিকে দারুণ এক জবাব দেয়। এ্যালিস্টার কুকের নেতৃত্বে দলে ইংল্যান্ডের চারজন ক্রিকেটারকে নেয়া হয়েছে। আছেন জো রুট, জনি বেয়ারস্টো ও বেন স্টোকস অথচ বছরে তিনটা ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও কোহলির জায়গা হয়নি। আইসিসির টেস্ট দলকে তাই ‘একটি কৌতুক’ বলে আখ্যায়িত করেছে খোদ প্রভাবশালী ব্রিটিশ মিডিয়া টেলিগ্রাফ। আইসিসির এই বর্ষসেরা দলটি ঘোষিত হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের পারফর্মেন্সের ভিত্তিতে। কিন্তু গত আট টেস্টে মাত্র একটিতে জেতা ইংল্যান্ড দলের চারজনকে এই দলে রাখা আর তাদের সাম্প্রতিক পারফর্মেন্স বেশি করে চোখে বিঁধছে। মানুষ বর্তমানটাই তো মনে রাখে বেশি। গত ২২ ডিসেম্বর ঘোষিত হয় আইসিসির বর্ষসেরা পুরস্কার। এই পুরস্কারের সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হয় বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও। টেস্টে জায়গা না পেলেও আইসিসির ওয়ানডে দলের অধিনায়ক কোহলি! এটাও আলোচিত। কারণ তিনি ভারতের ওয়ানডের অধিনায়ক নন।
×