ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিশ্চিত মুশফিক!

প্রকাশিত: ০৬:১৮, ২৮ ডিসেম্বর ২০১৬

অনিশ্চিত মুশফিক!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত মুশফিকুর রহীম। তার পরিবর্তে খেলতে প্রস্তুতও আছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সফরে মুশফিকের সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহানও গেছেন। যদি মুশফিক শেষপর্যন্ত সেরে না ওঠেন। তাহলে সোহানই বিকল্প হিসেবে একাদশে স্থান করে নেবেন। কারণ আর কোন উইকেটরক্ষক যে নিউজিল্যান্ড সফরে যাননি। যিনি মুশফিকের পরিবর্তে ম্যাচজুড়ে উইকেটের পেছনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যাবেন। প্রথম ওয়ানডেতে মুশফিক দুর্দান্ত ব্যাটিং করছিলেন। ৪২ রানও করে ফেলেন। ৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকের। পরের ওভারে রান নেয়ার সময় ড্রাইভ দিতে গিয়ে আবারও পান চোট। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। তার ইনজুরির বিষয়ে মাশরাফি বলেছিলেন, ‘বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আপাতত বরফ দিয়ে রাখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’দিন পর পরিস্থিতি বুঝে স্ক্যান করা হবে।’ মুশফিকের অবস্থা এখন ভাল। দলের সঙ্গে ক্রাইস্টচার্চ থেকে নেলসনে এসেছেন মুশফিক। এখন স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছেন। আজ তার স্ক্যান করা হবে। স্ক্যানের পরই বোঝা যাবে, মুশফিক দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন কিনা। নেলসন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তাই জানালেন। বছরের শুরুতেও এমনভাবেই ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক। বাংলাদেশের ইনিংসে ম্যাচের ১৬তম ওভারে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মিস্টার ডিপেন্ডেবল। মূল ঘটনাটি ঘটে ম্যাচের ১৬তম ওভারের শেষ দুই বলে।। ওভারের ৫ম বলে গ্রায়েম ক্রেমারকে লেগ অনে ঠেলে দিয়ে সাব্বির রহমানের সঙ্গে দ্রুত দু’বার জায়গা বদল করেন। দ্বিতীয় রান নেয়ার সময়ই খোঁড়াচ্ছিলেন মুশফিক। তবে সেবার উইকেটে দাঁড়ান তিনি। ক্রেমারের ওভারের শেষ বল থেকে এক রান নিলেন। এ সময় আবারও পেশীতে অতিরিক্ত টান অনুভব করেন তিনি। প্রাথমিক পরিচর্যার পর ফিট না হওয়ায় মাঠে থাকতে পারেননি তিনি। দু’জন সতীর্থের কাঁধে ভর করে ধীরে ধীরে মাঠ ত্যাগ করেন মুশফিক। এরপর সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি মুশফিক। সেবার ডান পায়ের পেশীতে টান পড়েছিল, এবার বাম পায়ের পেশীতে টান পড়েছে। অবস্থা একই। তাহলে তো দ্বিতীয় ওয়ানডেতে খেলার কথা নয় মুশফিকের। তাও আবার সামনে আছে তিন ম্যাচের টি২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে যে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তা বোঝাই যাচ্ছে। তবে টি২০তে তো দিনটিতে ভাল করলেই জেতা সম্ভব। তাই মুশফিককে পুরো সুস্থ করেই মাঠে নামানোর দিকেই কী ঝুঁকবে না টিম ম্যানেজমেন্ট? তাই যদি হয়, তাহলে নুরুল হাসান সোহানের একাদশে থাকার সুযোগ ধরা দিতে পারে।
×