ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকার বাড়ি গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি

প্রকাশিত: ০৬:০২, ২৮ ডিসেম্বর ২০১৬

সাকার বাড়ি গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একাত্তরের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম নগরীতে টর্চার সেল হিসেবে কুখ্যাত গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোঃ শাহাবউদ্দিন। মঙ্গলবার সকালে কাজেম আলী স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় তিনি আবারও এ দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে এ প্রস্তাব সমর্থন করে। স্মৃতিচারণমূলক এ সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের জন্য দ-িত হয়ে ফাঁসির দড়িতে ঝুলেছেন সাকা চৌধুরী। কিন্তু তার পৈত্রিক নিবাস গুডস হিল এখনও রয়েছে নির্যাতনের স্মৃতি হিসেবে। এ বাড়িটিকে অধিগ্রহণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর করা প্রয়োজন। কেননা, সেখানে ধরে এনে মুক্তিযোদ্ধা, তাদের স্বজন ও প্রগতিশীল রাজনীতিকদের টর্চার করা হতো। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ শাহাবউদ্দিনের এই প্রস্তাব তুমুল করতালির মাধ্যমে সমর্থন করে শিক্ষার্থীরা। কাজেম আলী স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল। শিক্ষিকা মুনমুন জাহাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভুঁইয়া, অভিভাবক সদস্য আইয়ুব আলী প্রমুখ। প্রসঙ্গত, কাজেম আলী স্কুল এ্যান্ড কলেজের অবস্থান সাকা চৌধুরীর গুডস হিলের বাড়ির পাশেই। সে কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটিও ওই টর্চার সেলের নির্যাতনের সাক্ষী হয়ে আছে। সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মঙ্গলবার এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল মোমেন (১৬)। সে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলী হোসেনের ছেলে। জানা গেছে, শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামে মামার বাড়িতে থেকে মোমেন স্থানীয় চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে লেখাপড়া করত। মঙ্গলবার দুই বন্ধুর সঙ্গে মোমেন শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে আসে। রেলস্টেশনের দক্ষিণ পাশে ঘুরে বেড়ানোর সময় তাদের পাশ দিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ হালিমা (২৪) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামরাইল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই স্বামী আলমগীর পলাতক রয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, নেশাগ্রস্ত আলমগীরের বাবা তার পুত্রবধূ হালিমার নামে একটি জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু আলমগীর হালিমাকে জমিটি তার নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোরে আলমগীর তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট এলাকার মীর বাড়ির সামনে থেকে সোমবার রাতে সুজন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজনের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়।
×