ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে নির্মাণ হচ্ছে শেখ রাসেল ভাস্কর্য

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৬

যশোরে নির্মাণ হচ্ছে শেখ রাসেল ভাস্কর্য

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি রক্ষার্থে তাঁর একটি পূর্ণাবয়ব ভাস্কর্য যশোরে স্থাপন করা হচ্ছে। যশোর পৌরসভার উদ্যোগে শহরের চারখাম্বার মোড়ে রাস্তার মাঝে ‘শেখ রাসেল চত্বর’ নামকরণ করে এটির নির্মাণ কাজ চলছে। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, ‘ফুলের মতোই পবিত্র একটি নাম শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেট বিদ্ধ করেছিল এই নিষ্পাপ শিশুটির বুকের পাঁজর। পিতামাতার সঙ্গে তাঁকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কি ছিল তাঁর অপরাধ আমরা জানি না। চোখের জলে আজও তাঁকে আমরা স্মরণ করি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোরবাসীর পক্ষ থেকে পৌরসভার উদ্যোগে এ প্রয়াস। মঙ্গলবার দুপুরে চারখাম্বা মোড়ে শেখ রাসেলের ভাস্কর্য স্থাপন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। উল্লেখ্য, পৌরসভার উদ্যোগে সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম যশোরের বিভিন্ন মোড়ে নান্দনিক ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় প্রায় ২ বছর আগে চারখাম্বা মোড়ে ভাস্কর্য স্থাপনে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করেন তিনি। তবে সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম তার সময়ে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারেননি। চেয়ারম্যানসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদ নির্বাচন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জেলা পরিষদের নির্বাচনে ১৪টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ ও ৪টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান এবং ১ জন করে সাধারণ সদস্য ও মহিলা সদস্য ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ২নং ওয়ার্ডে আকবর আলী এবং সংরক্ষিত মহিলাদের বৃহত্তর ১নং ওয়ার্ডে সুফিয়া নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
×