ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীর চার প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫)। মঙ্গলবার দুপুরে এপিবিএন-৫ সূত্র থেকে এ তথ্য জানা যায়। জানা গেছে, এপিবিএন-৫ ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে একটি টিম মিরপুরের কারমাইকেল রোডের হাজী আমিন সুইটস এ্যান্ড বেকারিতে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন পণ্যসামগ্রী মজুদ রেখে বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ সোহাগ মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। তিনি জানান, নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে হাতিরপুলে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য উৎপাদন করায় শর্মা কেবাশীষ হাউসের ব্যবস্থাপক মোঃ খালিদকে ৩০ হাজার টাকা জরিমানা, মেসার্স লবস্টার কিং রেস্টুরেন্টের ব্যবস্থাপক কাজী আজাদুর রহমানকে ২০ হাজার টাকা এবং নিউ ভাই ভাই স্টোর ক্লাসিক প্রজেক্ট চিজ-এর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করায় ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অধ্যাপক আমিন পিইউবির নয়া উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিন উদ্দিন মৃধা গত ৮ ডিসেম্বর দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গত ২৯ নবেম্বর অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ২৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়। -বিজ্ঞপ্তি মালীতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন বিমান বাহিনী রিপাবলিক মালীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৩ সদস্য মঙ্গলবার মালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমোডর এইচ এন এম এহতেশাম মাহমুদ। উল্লেখ্য, মালীতে বিবদমান সংঘাত নিরসনে বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। -আইএসপিআর নিষিদ্ধ হলেও ভারতের জলন্ধরে আবাসিক এলাকার রাস্তায় সম্প্রতি বানর খেলা দেখানো শেষে বানরদের স্কুটারে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রশিক্ষক। ভারতে বানর খেলা আইনগতভাবে নিষিদ্ধ হলেও তা বিনোদন হিসেবে এখনও জনপ্রিয়। প্রাণী অধিকার সংক্রান্ত সংগঠন ‘পেটা’র দাবি, বানরকে মেরে ও না খাইয়ে নাচ শেখানো হয়, যা আইনের লংঘন।-এএফপি ষাঁড়ের শিংয়ের গুঁতায় ষাঁড়ের সঙ্গে লড়াই খুবই ঝুঁকিপূর্ণ খেলা। এটি কলম্বিয়ার একটি ঐতিহ্যবাহী খেলা। হাজার হাজার লোক ষাঁড় লড়াই দেখতে স্টেডিয়ামে ছুটে যায়। কলম্বিয়ার ক্যালি নগরীতে সোমবার একটি স্টেডিয়ামে ষাঁড় লড়াইয়ের সময় শিংয়ের গুঁতায় পেরুর বুলফাইটার আন্দ্রেস রোকা রেই আহত হন।-এএফপি
×