ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক টাকা লেনদেন হয়েছে ॥ নজরুল

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক টাকা লেনদেন হয়েছে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিগত দিনে জোর করে যাদের নির্বাচিত করা হয়েছে তাদের ভোটে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেজন্যই বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নজরুল ইসলাম খান বলেন, জেলা পরিষদ নির্বাচনে জনমতের প্রতিফলন নেই। এ নির্বাচন ‘রসিকতার নির্বাচন’ ছাড়া অন্য কিছু নয়। কারণ এর আগে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির মাধ্যমে ফল পাল্টে দেয়া হয়ছে। অনেকগুলো আবার জোর করে দখল করা হয়েছে। আর এগুলোর প্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাই জেলা পরিষদ নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। আর এ নির্বাচন একতরফা হলেও মন্ত্রী-এমপিরা পছন্দের লোকদের বিজয়ী করতে টাকা লেনদেন করেছেন বলে শোনা যাচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, ৫ জানুয়ারির নির্বাচন যেমন ভোটারবিহীন ছিল এ নির্বাচনও তেমনই হবে। তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের অনেক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি। সরকারী দলের অনেককে জোর করে নির্বাচিত করা হয়েছে। নাসিক নির্বাচনে রাতের বেলা কি হয়েছে জানি না- গয়েশ্বর ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করার মতো কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তবে রাতের বেলা কি হয়েছে আমরা জানি না। বিএনপি ছাড়লেন সাবেক সাংসদ হাসেম ॥ বিএনপি ছাড়লেন বিশিষ্ট শিল্পপতি পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসন থেকে সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। একই সঙ্গে তিনি রাজনীতি ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
×