ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একদিনে অভিহিত মূল্যে ফিরল চার কোম্পানি

প্রকাশিত: ০৫:৫১, ২৮ ডিসেম্বর ২০১৬

একদিনে অভিহিত মূল্যে ফিরল চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে আগের তুলনায় তারল্য প্রবাহ বেড়েছে। একইসঙ্গে গত কিছুদিন ধরে বিনিয়োগাকারীদের অংশগ্রহণে স্থিতিশীলতা ফিরেছে বাজারে। তাই দর কমে যাওয়া কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। ফলে অভিহিত মূল্যের নিচে থাকা কোম্পানিগুলোর দর আবারও অভিহিত মূল্যের ওপরে রয়েছে। গত কয়েকদিনের বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের উর্ধগতিতে অভিহিত মূল্যে ফিরেছে বিভিন্ন খাতের চার কোম্পানি। এগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, সিএ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স ও মেঘনা কনডেন্স মিল্ক। ন্যাশনাল ব্যাংক ॥ গত জুলাই মাসে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর ছিল ৮ টাকা। মঙ্গলবার দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ১০.৪০ টাকা। অর্থাৎ প্রতিটি শেয়ারের একদিনে দর বেড়েছে ৫.০৫ শতাংশ। সারাদিনে ব্যাংকটির মোট ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ৭.৮০ টাকা। সর্বোচ্চ মূল্যে ১০.৫০ টাকা, যা মঙ্গলবারেই উঠেছিল। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে .১৯ টাকা, যা আগে ছিল .২১ টাকা। সিএ্যান্ড এ টেক্সটাইল ॥ সিএ্যান্ড টেক্সটাইল নামের কোম্পানিটির প্রতিটি শেয়ারের দিনশেষে দর দাঁড়িয়েছে ১০.৩০ টাকা। আগের দিনের তুলনায় কোম্পানিটির দর বেড়েছে ৭.২৯ শতাংশ। দিনটিতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ ১০.৫০ থেকে ৯.৮০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মোট ২২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চলতি বছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৩.২০ টাকা এবং সর্বনিম্ন ছিল ৭.৩০ টাকা। ডেল্টা স্পিনার্স ॥ ডেল্টা স্পিনার্স নামের বস্ত্র খাতের কোম্পানিটিরও দিনটিতে অভিহিত মূল্যের ওপরে লেনদেন হয়েছে। এইদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ দর দাঁড়িয়েছে ১০.৩০ টাকা। সারাদিনে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ৫ কোটি ১০ লাখ টাকা। এই বছরে কোম্পানিটির সর্বোচ্চ মূল্য ছিল ১২.২০ টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিল ৭.৫০ টাকা। মেঘনা কনডেন্স মিল্ক ॥ একইসঙ্গে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক নামের কোম্পানিটির বছরের সর্বোচ্চ ১০.৩০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬ লাখ ৫৩ হাজার টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের লোকসান দাঁড়িয়েছে ০.৬৩ টাকা। আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ১.০৭ টাকা।
×