ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে ২৫ মাসের সর্বোচ্চ সূচক

প্রকাশিত: ০৫:৫১, ২৮ ডিসেম্বর ২০১৬

পুুঁজিবাজারে ২৫ মাসের সর্বোচ্চ সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা কয়েক দিনের উর্ধমুখী প্রবণতায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেন শেষে ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে; যা গত ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকের। প্রায় দুই বছর পর ডিএসই সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়াল। এর আগে ২০১৪ সালে ৬ নবেম্বর ডিএসইএক্স ৫ হাজার ২৫ পয়েন্টে উঠেছিল। এদিকে মঙ্গলবার ডিএসইতে লেনদেনেও ব্যাপক উত্থান হয়েছে। দিনটিতে ডিএসইতে এক হাজার ২১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২৮ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০৭ পয়েন্টে। দিনটিতে ডিএসইতে লেনদেনের সেরা ১০ কোম্পানির শীর্ষে ছিল বেক্সিমকো। কোম্পানিটি ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এই দিনে বেক্সিমকোর এক কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ১৫৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিমেস্টমস (বিবিএস) ৩৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর কোম্পানিটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৭৮টি শেয়ার হাতবদল করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস ৩১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফিন্যান্স ২৬ কোটি ৩৮ লাখ টাকা, কেয়া কসমেটিকস ২৫ কোটি ৬৯ লাখ টাকা, এ্যাপোলো ইস্পাত ২৪ কোটি ২৯ লাখ, সিএ্যান্ড এ টেক্সটাইল ২২ কোটি ১৫ লাখ, অলিম্পিক এক্সেসরিজ ২১ কোটি ৭৫ লাখ, সেন্ট্রাল ফার্মা ২১ কোটি ৪০ লাখ টাকা ও আরএসআরএম স্টিল ২০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, ফার্স্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, জেনারেশন নেক্সট ফ্যাশন ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×