ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করলেন আফগান নারী পাইলট

প্রকাশিত: ০৫:৫০, ২৮ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করলেন আফগান নারী পাইলট

আফগানিস্তানের সামরিক বাহিনীর প্রথম নারী পাইলট নিলুফার রাহমানী প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। ভেস্তে গেছে নারীদের জন্য পাইলট হিসেবে তার এক নতুন দৃষ্টান্ত স্থাপনের স্বপ্ন। তালেবানের অপশাসন থেকে আফগানিস্তানকে মুক্ত করার পর সবাই ভেবেছিলেন, দেশটি হয়ত ধর্মান্ধতার কবল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তালেবানের হুমকিতে প্রাণভয়ে নিলুফারের যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার ঘটনায় সে আশা গুড়েবালি হয়েছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। বিশ্বের সেরা সংবাদপত্র ওয়ালস্ট্রিট জার্নালসহ মার্কিন গণমাধ্যমেও সংবাদটি ফলাও করে প্রকাশিত হয়েছে। ২৫ বছর বয়সী নিলুফার আফগান এয়ারফোর্স এর ক্যাপ্টেন হিসেবে ডিগ্রী নেন ৩ বছর আগে। আশা ছিল, পাইলট হিসেবে সুন্দর একটি জীবন গড়বেন, নারীদের জন্য হয়ে উঠবেন বিপ্লবী প্রতীক। কিন্তু হুমকিতে ভেস্তে গেছে তার সেই স্বপ্ন। কর্মরত অবস্থায়ই গত বছর গ্রীষ্মে নিলুফার যুক্তরাষ্ট্রে যান বিমান বাহিনীর সহযোগিতায় সি-১৩০ পরিবহন বিমান চালনার প্রশিক্ষণ নিতে। গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার তার সে কোর্স শেষ হয়েছে। -ওয়েবসাইট আবেগ বুঝবে গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন বছরে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে দেখানো হবে মানুষের আবেগ ও অনুভূতি বুঝতে পারা, এমনকি মানুষের আবেগে সাড়াও দিতে পারবে এমন একটি গাড়ি। নিউভি নামের এই গাড়িটি তৈরি করেছে হোন্ডা। হোন্ডার এই গাড়িটিতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এতে ইমোশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। -ওয়েবসাইট আমন্ত্রণের ভিডিও ভাইরাল মেক্সিকোয় এ মাসের শুরুতে এক কিশোরীর বাবা তার মেয়ের ১৫তম জন্মদিনে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও অনলাইনে পোস্ট করেন। কিন্তু ফেসবুকে ভিডিওর প্রাইভেসি পাবলিক থাকায় ভিডিওটি যে এভাবে ছড়িয়ে পড়বে তা তার চিন্তাতেও আসেনি। রুবি ইবারা গার্সিয়া নামে ওই কিশোরীর জন্মদিন অনুষ্ঠান হয়েছে ২৬ ডিসেম্বর এবং তাতে অংশ নিয়েছে হাজারো মানুষ। অনুষ্ঠানটি করা হয় সান লুইস পটোসি রাজ্যে লা জোয়া নামক এলাকার একটি মাঠে, সেখানে ব্যাপক পুলিশও মোতায়েন করে স্থানীয় কর্তৃপক্ষ। এ ভিডিওটি প্রায় আট লাখ বার শেয়ার করা হয়েছে এবং জন্মদিন অনুষ্ঠানে যেতে আগ্রহী মানুষের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ লাখে। -বিবিসি
×