ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বিষাক্ত মদ পানে ২৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫০, ২৮ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানে বিষাক্ত মদ পানে ২৪ জনের মৃত্যু

পাকিস্তানের মধ্যাঞ্চলে বড়দিনের আগের দিন বিষাক্ত মদ্যপান করে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই খ্রিষ্টান। মঙ্গলবার পুলিশ এ কথা জানায়। দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং শহরে একটি খ্রিষ্টান কলোনিতে এ ঘটনা ঘটে। খবর এএফপির। বড়দিনের আগের দিন মুবারকবাদ বস্তি বাসিন্দারা মদ প্রস্তুত করে তা পান করে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ নাদিম বলেন, এই মদ বিষে পরিণত হলে ২৪ জনের মৃত্যু হয় এবং ৫০ জন গুরুতর অসুস্থ হয়। সোমবার রাতে অনেকের মৃত্যু হয়। বিষাক্ত মদ পানে যারা মারা গেছে তাদের মধ্যে ১৯ জন খ্রিষ্টান ও দুই জন মুসলিম। বেঁচে আছেন ব্রিটনি, সনির ক্ষমা প্রার্থনা ‘আরআইপি@ব্রিটনি স্পিয়ার্স’ বা শান্তিতে ঘুমাও ব্রিটনি অথবা ‘আরআইপি ব্রিটনি ১৯৮১-২০১৬’- সনি মিউজিকের টুইটার এ্যাকাউন্ট থেকে অশ্রুসিক্ত ইমোজির সঙ্গে এমন টুইট দেখলে ব্রিটনি ভক্তদের শোকার্ত না হলেও চলবে। বহাল তবিয়তে বেঁচে আছেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। খবর বিবিসির। মূল ঘটনা হচ্ছে জাপানী প্রযুক্তি জায়ান্ট সনির মালিকানাধীন সঙ্গীত ও বিনোদন সেবাদাতা প্রতিষ্ঠান সনি মিউজিকের টুইটার এ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল, তারপর ওই এ্যাকাউন্ট থেকে এমন ভুয়া টুইট করা হয়। নিজেদের এ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ঘোষণার পর শেষ অব্দি ‘সমস্যার সমাধান করা হয়েছে’ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিধ্বস্ত রুশ বিমানের ব্লাকবক্স উদ্ধার কৃষ্ণ সাগরে বিধ্বস্ত সিরিয়াগামী রুশ সামরিক বিমানের মূল ব্লাকবক্স পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সংবাদ সংস্থাসমূহকে মঙ্গলবার এ কথা জানায়। বিমানটি রবিবার ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। খবর এএফপির। মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংস্থাসমূহের খবরে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৪২ মিনিটে উপকূল থেকে ১৬শ’ মিটার দূরে এবং ১৭ মিটার গভীর থেকে ব্লাকবক্সটি উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্লাকবক্সটি মস্কোয় পাঠানো হবে।
×