ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাকাউন্টে হঠাৎ এক শ’ কোটি রুপী

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৬

এ্যাকাউন্টে হঠাৎ এক শ’ কোটি রুপী

নিজের এ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে হতবাক হয়ে যান ভারতের উত্তর প্রদেশের নারী শ্রমিক শীতল যাদব। দিন এনে দিন খাওয়া এ নারী শ্রমিক দেখেন তার এ্যাকাউন্টে রয়েছে ১০০ কোটি রুপী। এত অর্থ কোথা থেকে তার এ্যাকাউন্টে জমা হলো, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে তিনি। শেষমেশ গোটা বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি। সারদা রোডের এসবিআই শাখায় জনধন এ্যাকাউন্ট রয়েছে শীতল যাদবের। একটি কোম্পানির প্যাকেজিং বিভাগে চাকরি করেন তিনি। মাসিক আয় ৫ হাজার রুপী। স্বামী জিলেদার সিংয়ের বেতনও খুব বেশি নয়। তা সত্ত্বেও কীভাবে এই বিপুল অর্থ তাদের এ্যাকাউন্টে এলো, ভেবেই পাননি তারা। গত ১৮ ডিসেম্বরে একটি বেসরকারী ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান শীতল। তখনই ব্যালেন্স দেখে চক্ষু চড়কগাছ। তার এ্যাকাউন্টে রয়েছে ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৩৯৪ রুপী। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারেননি। এটিএমের লাইনে দাঁড়ানো এক ব্যক্তিকে জিজ্ঞেসও করেন, তিনি ঠিক দেখছেন কি না। তিনি নিশ্চিত করলেও বিশ্বাস হয় না শীতলের। সঙ্গে সঙ্গে আরও একটি এটিএমে ব্যালেন্স চেক করেন। ফল সেই একই। এর পর একাধিকবার ব্যাংকে গোটা ঘটনার কথা খুলে বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাংককর্মীরা তাকে বার বার এড়িয়ে যান। অগত্যা স্বামী জিলেদার সিদ্ধান্ত নেন, স্ত্রীর এ্যাকাউন্টের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন তারা। জিলেদার বলেন, প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সাহায্য চেয়ে এক পরিচিত ব্যক্তিকে দিয়ে চিঠি লিখিয়েছি। সোমবার মোদির দফতরে তা পাঠানো হয়েছে।-ইন্ডিয়া টাইমস
×