ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষের মতো...

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ ডিসেম্বর ২০১৬

মানুষের মতো...

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপপুঞ্জের লিয়াং বুয়া দ্বীপে ২০০৩ সালে প্রাগৈতিহাসিক মানব হোমিনিনের একটি ক্ষুদ্র প্রজাতি আবিষ্কৃত হয়। এটির বৈজ্ঞানিক নাম হোমো ফ্লোরেসিয়েনসিস দেয়া হলেও অনেক গবেষক জানিয়েছেন, সেটি আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্সের কোন পূর্বপুরুষ ছিল না। ‘হবিট’ নামে পরিচিত এ প্রজাতি ১ লাখ বছর আগে থেকে ফ্লোরেসে বসবাস করত। কিন্তু তারা ১৫ থেকে ১৮ হাজার বছর আগে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তাদের মস্তিষ্ক ছোট ছিল, যা আধুনিক শিম্পাঞ্জির চেয়ে সামান্য বড়। তারা মাত্র সাড়ে তিন ফুট লম্বা ও ওজন হতো ২৫ কেজি পর্যন্ত। -ইয়াহু নিউজ
×