ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঁওতাল পল্লীতে হামলা

বিচার বিভাগীয় তদন্ত কমিটি ও পিবিআই’র ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশিত: ০৫:৪১, ২৮ ডিসেম্বর ২০১৬

বিচার বিভাগীয় তদন্ত কমিটি ও পিবিআই’র ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ ডিসেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলাসহ সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও গুলি করে তিন সাঁওতাল হত্যার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পৃথক দুটি তদন্ত টিম মঙ্গলবার সাঁওতাল পল্লী এলাকাসহ ঘটনাস্থল পরিদর্শন করে। উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্যাহ মঙ্গলবার মাদারপুর ও জয়পুর সাঁওতাল পল্লী পরিদর্শন করেন। তিনি ঘটনা তদন্ত করতে সেখানে অবস্থান নেয়া সাঁওতালদের সঙ্গে কথা বলেন। এসময় সাঁওতালরা ৬ নবেম্বরের ঘটনা স¤পর্কে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বিস্তারিত বিবরণ দেন। এছাড়াও তদন্ত কমিটির পক্ষ থেকে ইক্ষু খামারে সাঁওতালদের পুড়ে যাওয়া বসতবাড়ির কাঠসহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়। গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্যাহ সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশে ব্যক্তিগত ছুটি সংক্ষিপ্ত করে ঘটনার তদন্ত শুরু করতে এসেছেন তিনি। প্রাথমিক পর্যায়ে তিনি সাঁওতালদের কাছ থেকে হামলার ঘটনা শুনলেন। এই তদন্ত কার্যক্রম পর্যায়ক্রমে চলবে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উচ্চ আদালতে প্রেরণ করা হবে। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত টিমের প্রধান বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম সাঁওতাল পল্লী মাদারপুর ও জয়পুর গ্রাম পরিদর্শন করে। তারা সাঁওতালদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইক্ষু খামারের জমি থেকে উচ্ছেদ হওয়া বসতি এলাকাটি ঘুরে ঘুরে দেখেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন জানান, সাঁওতালদের উপর হামলার ঘটনায় স্বপন মুরমু ও থোমাস হেমব্রমের দায়ের করা মামলার তদন্ত করতে তারা সাঁওতাল পল্লীতে এসেছেন। তদন্ত সম্পন্ন হলে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
×