ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরীর আত্মহত্যা

রাজধানীতে জবাই করে যুবককে ও শ্বাসরোধে ভ্যানচালককে হত্যা

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে জবাই করে যুবককে ও শ্বাসরোধে ভ্যানচালককে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে তুরাগে এক যুবককে চোখ উপড়ে জবাই করে নৃশংসভাবে খুন করা হয়েছে। উত্তরখানে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এদিকে যাত্রাবাড়ীতে এক কিশোরী আত্মহত্যা করেছে। উত্তর কাফরুলে ছয়তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর তুরাগে এক যুবককে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সোমবার গভীর রাতে পুলিশ নলভোগ খালপার বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২২) ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত যুবকের গলাকাটা, চোখ উপড়ানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, নলভোগ খালপার বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে ওই যুবকের গলাকাটা পচাগলা লাশ উদ্ধার করা হয়। তার চোখ উপড়ানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবককে অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রাজধানীর উত্তরখানে আওয়াল সুমন (৩৮) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উত্তরখান পূর্বপাড়ার রাস্তা থেকে তার গলায় মাফলার পেঁচানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের শ্যালক জাহাঙ্গীর হোসেন জানান, বোন জামাই সুমন স্থানীয় একটি বেকারিতে ভ্যানচালক হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আব্দুল জব্বার। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাদ্দা গ্রামে। তিনি উত্তরখান মাদারবাড়ি মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে দোকানে বেকারির পাওনা টাকা তাগাদার জন্য বাসা থেকে বের হন। এরপর পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে তার মৃত্যুর কথা জানেন। এ হত্যাকা-ে কারা জড়িত তা তিনি জানাতে পারেননি। উত্তরখান থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে উত্তরখান পূর্বপাড়ার রাস্তার ওপর থেকে গলায় মাফলার পেঁচানো সুমনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ওই রাস্তায় ফেলে গেছে। কারা এ হত্যাকা-ে জড়িত তদন্ত করে তা দেখা হচ্ছে। কিশোরীর আত্মহত্যা ॥ রাজধানীর যাত্রাবাড়ীর নামাপাড়া ছোবাপট্টি রেললাইন বস্তিতে স্মৃতি আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহেরত বড় বোন আফসানা আক্তার জানান, বাবা আব্দুল হালিম বহু আগে মারা গেছে। মা মমতাজ বেগমসহ তিন ভাই তিন বোন মিলে তারা রেললাইন বস্তিতে থাকেন। তিনি জানান, স্মৃতি খুব জেদী ছিল। পড়ালেখাও করত না। কারও কথাও শুনত না। আফসানা জানান, সোমবার রাতে পড়ালেখার জন্য তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে রাত ২টার দিকে সে ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে স্মৃতির লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ॥ রাজধানীর উত্তর কাফরুলে ছয়তলার ছাদ থেকে পড়ে জুয়েল (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উত্তর কাফরুলের ৪৯৬/৩ নম্বর ছয়তলা ভবনে বসবাস করতেন। নিহতের পরিবার জানায়, জুয়েল দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই ছয়তলার বাসার ছাদ থেকে পড়ে যান জুয়েল। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট বোন দাবি করেন, বড় ভাই জুয়েল কিভাবে ছাদ থেকে পড়ে গেল তা তিনি জানতে পারেননি। বিদেশী মদ ও বিয়ার উদ্ধার ॥ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (উত্তরা বিভাগ) পরিদর্শক একেএম কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ে ললিস নামের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার জব্দ করে। তিনি জানান, ধারণা করা হচ্ছে, ইংরেজী নববর্ষকে সামনে রেখে তারা এ পণ্যগুলো বিক্রির জন্য এনেছিল। কামরুল ইসলাম জানান, বিদেশী মদগুলোর মধ্যে রয়েছে- রেড ওয়াইন, হুইস্কি ও বিয়ার, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
×