ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুগলের পাবলিক টয়লেট

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ ডিসেম্বর ২০১৬

গুগলের পাবলিক টয়লেট

ভারতে সরকারী ও বেসরকারী উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও কমানো যাচ্ছে না খোলা স্থানে মলত্যাগকারীর সংখ্যা। তবে এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে গুগল। দিল্লীর আশপাশের টয়লেটগুলোর অবস্থান বলতে সহায়তা করবে গুগল। সে লক্ষ্যেই পাবলিক টয়লেট লোকেটর সার্ভিস চালু করেছে তারা। গুগলের ভারতীয় মুখপাত্র গৌরব বাস্কর বলেন, সারাদেশে খোলা স্থানে মলত্যাগকারীর সংখ্যা কমানোর লক্ষ্যেই এই সেবা চালু করেছে গুগল। দিল্লীর ব্যবহারকারী গুগল ম্যাপে ঢ়ঁনষরপ ঃড়রষবঃ লিখলেই তার আশপাশে থাকা টয়লেটের অবস্থান জানিয়ে দিবে গুগল। প্রাথমিকভাবে ৫১৬২টি টয়লেটকে গুগল এই সার্ভিসে অন্তর্ভুক্ত করেছে। -আল জাজিরা অনলাইন
×