ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি নেলসনের সেক্সটন ওভালে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। বুধবার যদি দ্বিতীয় ওয়ানডেতেও হারে বাংলাদেশ, তাহলে ২-০ ব্যবধানে সিরিজ হেরে যাবে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার হবে। আর যদি জেতে, তাহলে সিরিজে ১-১ সমতা আসবে। তখন ৩১ ডিসেম্বর নেলসনেই অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হবে। পারবে বাংলাদেশ সিরিজে সমতা ফেরাতে? বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের আত্মবিশ্বাস আছে। তার দৃষ্টিতে সম্ভব। ক্রাইস্টচার্চ থেকে মঙ্গলবার নেলসনে গেছে বাংলাদেশ দল। একদিন বিশ্রাম নিয়েছেন ক্রিকেটাররা। আজ অনুশীলনে নামবেন মাশরাফিবাহিনী। তবে প্রথম ওয়ানডেতে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া মুশফিকুর রহীম দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা, আজ স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যাবে। মুশফিক খেললে অপরিবর্তিত দল থাকার সম্ভাবনাই বেশি। আর যদি মুশফিক না খেলেন তাহলে নুরুল হাসান সোহানের একাদশে থাকার সম্ভাবনা বেশি। তামিম বলেছেন, ‘আমাদের খুব ভাল সম্ভাবনা আছে জেতার। সিরিজ বলছি না, অন্তত একটি ম্যাচ। আমি পরের ম্যাচের কথাই বলছি। সেটা জিতলে পরেরটা ভাবা যাবে। মাঠে নেমে পরিকল্পনার বাস্তবায়ন ঠিকমতো করতে পারলে (জিততে) না জেতার কারণ নেই। এই দলের ওপর দারুণ বিশ্বাস আছে আমার। আমরা অবশ্যই পারি।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা যখন থেকে সাফল্য পেতে শুরু করেছি, তখন থেকেই আমরা প্রতিটি ম্যাচ আলাদা করে দেখি। প্রতিটি ম্যাচ জিততে চাই। আমি জানি, সব ম্যাচ জেতা সম্ভব নয়। সিরিজ জিতি বা না জিতি, আমাদের চেষ্টা তা-ই থাকে। পরের (দ্বিতীয় ওয়ানডে) ম্যাচটি এক রকম সিরিজ নির্ধারক। চেষ্টা করব যেভাবে হোক আমরা যেন জিতি।’ নেলসনে বাংলাদেশ দল এর আগে একটি ম্যাচই খেলেছে। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে জিতেছে বাংলাদেশ। সেই ম্যাচে তামিম ইকবালের ৯৫ রানের ইনিংসই বাংলাদেশকে জিতিয়েছে। তামিম এ নিয়ে জানান, ‘আমার কাছে মনে হয়, কোন মাঠে ভাল করার ইতিহাস থাকলে অবশ্যই ভাল ব্যাপার। তার মানে এটাই না যে আবার নেমে আরেকবার ৯৫ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। শূন্য রানেও আউট হতে পারি। নতুন ম্যাচে শূন্য থেকেই শুরু করতে হয়।’ তামিম নিউজিল্যান্ডের কাছে হারা প্রথম ওয়ানডের স্মৃতি টানলেন। বললেন, ‘ম্যাচ জেতা যেমন অভ্যাসের ব্যাপার, তিন শ’ রানের বেশি তাড়া করতে শেখাও অভ্যাসের ব্যাপার। আমরা যে কন্ডিশনে বেশি খেলি, বাংলাদেশে, সেখানে ৩৪০ রান সবসময় হয় না। ২৬০-২৮০ রান বেশি হয়। এই কন্ডিশনে ভাল উইকেটে ৩২০-৩৩০ নিয়মিত হয়। সেই অভ্যাস তো আমাদের নেই।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা যদি দুই-একটি ম্যাচ জিতি বা কাছাকাছি যেতে পারি, তাহলে আস্তে আস্তে অভ্যাস গড়ে উঠবে।’
×