ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৩৪ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

প্রকাশিত: ০৫:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৬

১৩৪ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ৪৪জন ও আটটি নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। টেকনাফের ২ ব্যাটালিয়ন সূত্র জানায়, মঙ্গলবার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে আটটি নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। ঐসব নৌকায় প্রত্যেকটিতে ১০-১২ জন করে মিয়ানমার নাগরিক ছিল বলে জানায় বিজিবি সদস্যরা। এছাড়া উখিয়ার পালংখালী ও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী আটক ৪৪ জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা। টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, সকালে নাফ নদী পার হয়ে ঝিমংখালী, হ্নীলা লেদা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই আট নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। ঐ সময় বিজিবির সদস্যরা তাদের স্বদেশে ফেরত পাঠায়। ৯ অক্টোবর মিয়ানমারে রাখাইন রাজ্যের মংডুতে সন্ত্রাসী হামলায় দেশটির ৯ সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) নিহত হয়। এ ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করে রাখাইনের মংডুর কয়েকটি গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বর্বর নির্যাতনে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অন্তত ৩৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে ঢুকে পড়েছে।
×