ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবহাওয়া বিষয়ক এ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৬

আবহাওয়া বিষয়ক এ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কার্যকর মোবাইল এ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার এ্যাপ’র মাধ্যমে অধিদফতরের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) তৈরি এই এ্যাপ গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ্যাপটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসর। ইহসানুল করিম বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই এ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক, কাছাকাছি সময়ে কি পরিমাণ বৃষ্টি হতে পারে এ ব্যাপারে সর্বশেষ তথ্য এই এ্যাপ ব্যবহার করে জানা যাবে। পাশাপাশি এই এ্যাপ্লিকেশন ব্যবহার করে সাইক্লোনের সতর্ক সংকেত, ভূমিকম্পের মাত্রা, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ এবং খরা সংশ্লিষ্ট তথ্য সহজেই জানা যাবে। যথাসময়ে এবং অব্যাহত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানে, নদী ও আকাশ পথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের স্বার্থে এই এ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতি বৃষ্টিপাত, বন্যা এবং এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধাপে ধাপে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার লক্ষ্যে এই এ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। বিএমডি কর্মকর্তারা বলেন, সর্বোপরি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস এবং সতর্কতা সংকেত ব্যবস্থা ঝড়ের গতি-প্রকৃতি (অবস্থান, দিক ও তীব্রতা) নির্ধারণের সক্ষমতা আরও জোরদার করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মোবাইল এ্যাপ সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল। এই এ্যাপ্লিকেশন ডাউনলোড প্রসঙ্গে তারা বলেন, এজন্য স্মার্ট মোবাইল ফোন সেটে ইন্টারনেট সংযোগ লাগবে এবং যে কোন ইউজারকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। পরে সার্চ আইকন এবং বিএমডি ওয়েদার এ্যাপ টাইপ করে এ্যাপটি ইনস্টল করা যাবে। এ এ্যাপ ব্যবহারের মাধ্যমে স্মার্ট ফোন দেশের ৪২ স্থানে বসানো স্বয়ংক্রিয় আবহাওয়া সরঞ্জামের সঙ্গে সরাসরি যুক্ত হবে। পাশাপাশি এই আবহাওয়া তথ্য সেবা পর্যায়ক্রমে ২০২১ সাল নাগাদ কৃষক পর্যায়সহ সব স্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সকল উপজেলা সদরে এ সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়ি, অফিস, গাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান এবং ট্রেনে বিএমডি চালুর মাধ্যমে সর্বশেষ আবহাওয়া তথ্য পেতে সক্ষম হবে। পাশাপাশি যে কোন সময় স্মার্টফোন স্ক্রিনে ডপলার রাডার এবং আবহাওয়া স্যাটেলাইট তথ্য দেখা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।
×