ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলো-শব্দের খেলায় আরও বর্ণিল লালবাগ কেল্লা

প্রকাশিত: ০৮:১২, ২৭ ডিসেম্বর ২০১৬

আলো-শব্দের খেলায় আরও বর্ণিল  লালবাগ কেল্লা

স্টাফ রিপোর্টার ॥ আলোর সঙ্গে শব্দের খেলায় বর্ণিল হয়ে উঠল ইতিহাসের সাক্ষী ঢাকার কেল্লা। বছর দুয়েক আগে শুরু হওয়া লাইট এ্যান্ড সাউন্ড শোর নতুন সংস্করণের উদ্বোধন হলো সোমবার সন্ধ্যায়। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চিত্রনাট্যে লাইট এ্যান্ড সাউন্ড শোয়ে ধারাভাষ্য দিয়েছেন আসাদুজ্জামান নূর ও শিমূল ইউসুফ। আধা ঘণ্টার আলো আর শব্দের খেলার চলমান চিত্র সঙ্গে প্রজেকশনের মাধ্যমে উপস্থাপন করা হয় । লাইট এ্যান্ড সাউন্ড শোর আগে উন্মোচন করা হয় দেশের প্রতত্নস্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘খুঁজলে পাবি শিকড় সন্ধান’র মোড়ক। তথ্যচিত্রের মোড়ক উন্মোচন এবং লাইট এ্যান্ড সাউন্ড শোর নবসংস্করণের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রতত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন, তথ্যচিত্রটির নির্মাতা শংকর সাঁওজাল, প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক রাখী রায়। সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রত্নতাত্তিক নিদর্শনের মতো বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরের মতো প্রতিষ্ঠানেরও তথ্যচিত্র নির্মাণ করতে হবে। নতুন প্রজন্মকে পুঁথিগত বিদ্যার বাইরে মানবিক হিসেবে গড়ে তুলতে যা কার্যকর ভূমিকা রাখবে। শিশুর মুক্তবুদ্ধির চর্চা না থাকলে অর্থনৈতিক উন্নতি ব্যাহত হবে। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শুরু হয় লাইট এ্যান্ড সাউন্ড শো। শুরুতেই উঠে আসে বুড়িগঙ্গা তীরে ঢাকা নগরীর উদ্ভব। এর পর মোগল শাসন, পলাশী যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাবলীর বর্ণনার সঙ্গে ছিল যাপিত জীবনের চিত্র। পর্যায়ক্রমে উঠে আসে বাংলাদেশের স্বাধীনতার কথাও। ত্রিশ মিনিটের এ আলো-শব্দ খেলায় ক্ষণে ক্ষণে রং বদলায় লালবাগ কেল্লার। তার ওপর প্রজেকশনের মাধ্যমে উপস্থিত দর্শকের সামনে উপস্থাপন করা হয় সে সময়কার ঘটনাবলীর চিত্র। লাইট এ্যান্ড সাউন্ড শোর পরিচালক নাসিরুল হক খোকন জানান, আগের চেয়ে এটিকে আরও আধুনিক করা হয়েছে। ব্যবহৃত হয়েছে এলইডি আলো, লেজার আর প্রজেকশন। এর ফলে আগের চেয়ে এটি আরও দৃষ্টিনন্দন হয়েছে।
×