ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ মাস পর ফিরে দুই উইকেট কাটার মাস্টারের, ক্যারিয়ারের প্রথম অর্ধশতক মোসাদ্দেকের

মুস্তাফিজের ফেরা, মোসাদ্দেকের লড়াই

প্রকাশিত: ০৬:০১, ২৭ ডিসেম্বর ২০১৬

মুস্তাফিজের ফেরা, মোসাদ্দেকের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ পুরনো ছন্দে দেখা যাবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। সংশয় ছিল পুরো স্পেলটা ঠিকভাবে বোলিং করতে পারবেন কিনা! তবে এ দু’টি শঙ্কাকে জয় করেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির পর বাঁ কাঁধে অস্ত্রোপচারÑ সেখান থেকে সেরে উঠে দু’দিন আগে প্রস্তুতি ম্যাচে ফিরেছিলেন এ বাঁহাতি নির্ভরযোগ্য পেসার। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরলেন। আর সেই প্রত্যাবর্তনটা ঠিক আগের মতোই হলো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সোমবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দুই উইকেট শিকার করেছেন তিনি। একই দিনে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একাই দারুণ লড়াই করেছেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থেকেছেন। এ বছরই সেপ্টেম্বরে সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে জানিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ কিছু দেয়ার সামর্থ্য আছে। কারণ মূলত ঘরোয়া ক্রিকেটে (স্বল্প ও দীর্ঘ উভয় পরিসরে) গত কয়েক বছর ধরে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। চলতি বছর ১০ জানুয়ারি জিম্বাবুইয়ের বিরুদ্ধে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা শুরু হয়েছিল তার। অনুর্ধ-১৯ দলের কার্যকর এ অলরাউন্ডার দারুণ ব্যাটিং করার যেমন সামর্থ্য রাখেন, তেমনি ভাল অফস্পিনও করতে সক্ষম। কিউইদের বিপক্ষে দারুণ খেলতে থাকা মুশফিকুর রহীম হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাধ্য হয়েছেন ৩৯তম ওভারে মাঠ ত্যাগ করতে। এ কারণে একক লড়াই চালাতে হয়েছে মোসাদ্দেককে। সেই লড়াইয়ে ছিলেন না কোন স্বীকৃত ব্যাটসম্যান। তবে স্যান্টনারকে দুটি ও টিম সাউদিকে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ম্যাচে লড়াইটা আরও ভাল হতে পারত। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পান তিনি ৪৪ বল খেলে। ৫০ রান করেই অপরাজিত থাকেন ৫ চার ও ৩ ছয়ে। বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেলে শেষ হয়ে যায় মোসাদ্দেকের এ লড়াই। এ ম্যাচে সবার দৃষ্টি অবশ্য নিবদ্ধ ছিল মুস্তাফিজের দিকে। সর্বশেষ ২২ জুলাই ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স শার্কসের হয়ে কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন মুস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সারে লায়ন্সের বিরুদ্ধে ওই একটি ম্যাচই খেলা হয়েছে তার। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্ধর্ষ বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেন তিনি। ওই সময়ই ইনজুরিটা ধরা পড়েছিল। তাই একেবারে শেষ মুহূর্তে মুস্তাফিজ কাউন্টি খেলতে গিয়েছিলেন। কিন্তু সেটাই যেন কাল হয়েই গিয়েছিল। আবার কাঁধের ইনজুরি ও অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার প্রাথমিক দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান পরিপূর্ণ ফিটনেস অর্জন করেই। তবে সেখানে বাংলাদেশের খেলা দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে যদি ৭/৮ ওভার বোলিং করতে পারেন তবেই প্রথম ওয়ানডে খেলানো হবে এমন চিন্তাভাবনা ছিল বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের। সে পরীক্ষায় দারুণ নৈপুণ্য দেখিয়ে উতরে যান মুস্তাফিজ ৭ ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট শিকার করে। কিউইদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তাই শুরুতেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বোলিং সঙ্গী হয়েছেন আর প্রথম সাফল্যটাও বাংলাদেশকে দিয়েছেন এ কাটার মাস্টারই। যে সেøায়ারের জন্য ভয়ঙ্কর বোলারের খ্যাতি, সেই অস্ত্রেই শিকার করেছেন নিউজিল্যান্ডের অন্যতম নির্ভরতার ওপেনার মার্টিন গাপটিলকে। তবে বাকিদের ব্যর্থতার ভিড়ে ফিরতি স্পেলে আর রান আটকাতে পারেননি তিনি। বাকি ৬ ওভারে ৪৯ রান দিয়েছেন। তবে তুলে নিয়েছেন সেঞ্চুরিয়ান টম লাথামের আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। সবমিলিয়ে ১০ ওভারে ৬২ রান দিয়ে ২ উইকেট।
×