ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসনের রেকর্ড চার হাজার রানে

প্রকাশিত: ০৬:০০, ২৭ ডিসেম্বর ২০১৬

উইলিয়ামসনের রেকর্ড  চার হাজার রানে

স্পোর্টস রিপোর্টার ॥ টম লাথামের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে ব্যক্তিগত ৩১ রানের পথে ৪ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ১১তম ক্রিকেটার হিসেবে এমন অর্জন হলেও একটা দিক দিয়ে আর সবাইকে ছাড়িয়ে গেছেন বর্তমান অধিনায়ক। সবচেয়ে কম ৯৬ ইনিংসেই ৪০০০ পূর্ণ করেছেন তিনি, কিউইদের হয়ে ওয়ানডেতে যা নতুন রেকর্ড। ১১২ ইনিংসে এই ল্যান্ডমার্কে পা রেখে এতদিন এগিয়ে ছিলেন সতীর্থ ওপেনার মার্টিন গাপটিল। নিজ দেশের রেকর্ডের পাশাপাশি বিশ্বরেকর্ডেও খুব পিছিয়ে নেই সময়ের অন্যতমসেরা এই ব্যাটসম্যান। ওয়ানডেতে সর্বোপরি উইলিয়ামসনের চেয়ে কম ইনিংসে ৪ হাজার রান করেছেন মাত্র ৩ জন। ৮১ ইনিংসে ৪ হাজার ছুঁয়ে বিশ্ব রেকর্ডটা দক্ষিণ আফ্রিকান তারকা হাশিম আমলার দখলে। ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচাডর্সের লেগেছিল ৮৮ ইনিংস, ভারতীয় রান-মেশিন বিরাট কোহলির ৯৩। সমান ৯৬ ইনিংস নিয়ে উইলিয়ামসন বসেছেন আরেক উইন্ডিজ তারকা গর্ডন গ্রিনিজের পাশে। মাইলফলক ছোঁয়ার ইনিংসটি অবশ্য খুব বড় করতে পারেনি। সোমবার টাইগারদের বিপক্ষে ক্রিজে নামার পূর্বে এই কিউই অধিনায়কের রান ছিল ৩০৮০। ১২তম ওভারের শেষ বলে সৌম্য সরকারকে বাউন্ডারি মেরে এই মাইলফলক স্পর্শ করেন।
×