ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ ড্র

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় শেষের দিকে চলে এসেছে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবল আসর। শিরোপা লড়াইয়ের ক্ষেত্রে জোর লড়াই হচ্ছে দুই আবাহনীর মধ্যে। তবে সোমবার শিরোপা জেতার ক্ষেত্রে অনেকটাই ধূসর হয়ে গেল চট্টগ্রাম আবাহনীর স্বপ্ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তাদের ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের ২২ মিনিটে মুক্তির নাইজিরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়াল বল বিপন্মুক্ত করতে গেলে বক্সে বল পেয়ে যান চট্টগ্রাম আবাহনীর ভুটানী ফরোয়ার্ড চেনচো গেইলশেন। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩১ মিনিটে কর্নার থেকে অসাধারণ গোল করেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল ইসলাম। তার কর্নার কিক বাম পাশের পোস্টে লেগে প্রবেশ করে জালে (১-০)। এক কথায় বলা যায় ‘জিরো এ্যাঙ্গেল’ থেকে ব্যতিক্রমী গোল করেন মামুনুল! চলমান লীগে এটি মামুনুলের ব্যক্তিগত তৃতীয় গোল। ৩৯ মিনিটে ডান প্রান্ত থেকে মুক্তির মিডফিল্ডার শ্যামল আহমেদ রনির তীব্র শট ফিস্ট করে চট্টগ্রাম আবাহনীকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ৪৯ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক-ডিফেন্ডার সাইদুল হকের ফ্রি কিক ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। বক্সের মাথা থেকে দূরপাল্লার উঁচু শটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন মুক্তি ফরোয়ার্ড জাভেদ খান (১-১)। ৫৪ মিনিটে মুক্তির নাইজিরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার ব্যাকহেড আবাহনীর জালে জড়ালেও বিস্ময়করভাবে ফাউলের অজুহাতে সেই গোল বাতিল করে দেন রেফারি অথচ লাইন্সম্যান কিন্তু কোন সঙ্কেত দেননি। রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন মুক্তিযোদ্ধার ফুটবলাররা। ৮৭ মিনিটে মামুনুলের কর্নার বক্সে হেড নেন বদলি ডিফেন্ডার রায়হান হাসান। ডিফেন্ডারের গায়ে লেগে বল ফেরত আসলে ডিফেন্ডার নাসির শট নেন। কিন্তু বল বারে লেগে ফেরত আসায় নিশ্চিত গোলবঞ্চিত হয় আবাহনী। ইনজুরি টাইমে বক্সের কাছে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। নাইজিরিয়ান মিডফিল্ডার সিমন ইজেওদিকার শট সরাসরি ধরে ফেলেন প্রতিপক্ষ গোলরক্ষক। শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধার কাছে ১ পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়ে তারা।
×