ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘারপাড়ায় অর্ধদিবস হরতাল পালন

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৬

বাঘারপাড়ায় অর্ধদিবস হরতাল পালন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতীয়করণের তালিকা থেকে যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজ বাদ পড়ায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ হরতাল পালিত হয়। হরতালে উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ ছিল। রবিবার রাত ৮টায় বাঘারপাড়ায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে হরতাল কর্মসূচীর ঘোষণা দেন স্থানীয়রা। বাঘারপাড়াবাসীর দাবি আগের ঘোষণা অনুযায়ী বাঘারপাড়া ডিগ্রী কলেজ জাতীয়করণ করা হোক। উপজেলা সদরের ঐতিহ্যবাহী কলেজটিকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ায় হরতাল কর্মসূচীর ডাক দেয়া হয়। উল্লেখ্য, যেসব উপজেলায় সরকারী কলেজ ও স্কুল নেই সেখানে একটি করে কলেজ ও স্কুল জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই হিসেবে বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগী কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। তবে সরকারের এ সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি তোলে যশোরের সচেতন মানুষ।
×