ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের দায়ে

প্রকাশিত: ০৫:৪২, ২৭ ডিসেম্বর ২০১৬

ঘুষ গ্রহণের দায়ে

ওষুধ কোম্পানিগুলো থেকে ঘুষ নেয়ার দায়ে চীনের সাংহাইয়ের তিনজন ও হুনান প্রদেশের একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। চীনের কেন্দ্রীয় টেলিভিশনে শনিবার সম্প্রচারিত একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা সাংহাই ও হুনানের ছয়টি হাসপাতালের চিকিৎসকদের ঘুষ দিয়েছেন। ঘুষ দেয়ার পরিমাণ ছিল ওষুধ বিক্রির মোট অর্থের ৩০ থেকে ৪০ শতাংশ। সাংহাইয়ের দুর্নীতি-বিরোধী কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে। আর হুনানের কর্তৃপক্ষ ওষুধ কোম্পানিগুলোর বিক্রি ব্যবস্থাপনা তদারকির ক্ষেত্রে মনোন্নয়নের ঘোষণা দিয়েছে। -ওয়েবসাইট
×