ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রান্নাঘরে চিতা

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৬

রান্নাঘরে চিতা

ভারতের পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংকিং ম্যানেজমেন্টের (এনআইবিএম) ক্যাম্পাসে সকালে চলছে শোরগোল। শিক্ষার্থীদের মুখে বাঘ এসেছে বাঘ এসেছে চিৎকারে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সত্যিই, প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের রান্নাঘরে ঢুকে পড়েছিল চিতাবাঘ। খবর পেয়ে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তারা। সাত সদস্যের একটি দল চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বন্য প্রাণিটিকে উদ্ধার করে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিষ্ঠানটির নিচতলার রান্নাঘরে এ ঘটনা ঘটে। দারোয়ান একটি আলমারির কাছে চিতাবাঘটির লেজ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন। পুনের মহারাষ্ট্র বন বিভাগের কর্মকর্তা সত্যজিত গুজার বলেন, চিতাবাঘটি পালানোর জন্য রান্নাঘরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। বন কর্মকর্তারা রান্নাঘরের দরজা ভেঙ্গে ঢুকে চিতাবাঘটিকে শান্তকরণের ইনজেকশন দিতে চেষ্টা করেন। ষষ্ঠবার ইনজেকশন দেয়া হলে বাঘটি অচেতন হয়ে পড়ে। এর পর বাঘটি রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্কে নেয়া হয়। শনিবার সন্ধ্যায় এটিকে চন্দবালির বন এলাকায় অবমুক্ত করা হয়। -এনডিটিভি
×