ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশাল বাইন মাছ

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৬

বিশাল বাইন মাছ

বাইন মাছ দেখতে অনেকটা সাপের মতো। দেখে অনেকে ভয়ও পান। বাইন মাছ কাদার মধ্যে মিশে গেলেও এদের গায়ে একটুও কাদা লাগে না। খেতে খুবই সুস্বাদু। এগুলো সর্বোচ্চ দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে। কিন্তু চীনের এক জেলের বড়শিতে সম্প্রতি বিশাল এক বাইন মাছ ধরা পড়েছে। এটি দৈর্ঘ্যে প্রায় একজন মানুষের সমান। এটি লম্বায় প্রায় সাড়ে ছয় ফুট। চীনের শানদং প্রদেশের তানতাই এলাকায় এ ঘটনা ঘটে। ওই জেলে এই মাছের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে পড়ে। তিনি প্রথমে বুঝতে পারেননি এটি আসলে কোন্্ মাছ। পরে সব কিছু দেখে এটি সোয়াম্প ইল বলে চিহ্নিত হয়। এশিয়ায় এই মাছ পাওয়া যায়। এর আরও এক নাম হলো রাইস ইল। -ইউপিআই
×