ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাম্পাকো দুর্ঘটনা

৮ লাশের পরিচয় মেলেনি সাড়ে ৩ মাসেও, হস্তান্তর দাবি ৯ পরিবারের

প্রকাশিত: ০৫:৩২, ২৭ ডিসেম্বর ২০১৬

৮ লাশের পরিচয়  মেলেনি সাড়ে ৩ মাসেও, হস্তান্তর  দাবি ৯  পরিবারের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হলেও ডিএনএ টেস্টের রিপোর্ট না পাওয়ায় গাজীপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ে ধ্বংস হওয়ার ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত হয়নি। অজ্ঞাত ওই ৮ মরদেহের দাবি জানিয়েছে দুর্ঘটনায় নিখোঁজ ৯ জনের পরিবার। সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে ওই দুর্ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের স্বজনরা ঢামেক হাসপাতালের মর্গে রাখা অজ্ঞাত ৮ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে লাশগুলো দ্রুত হস্তান্তরের জন্য দাবি জানিয়েছে। জানা গেছে, গাজীপুরে টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ওই কারখানার বিশাল ভবনের অধিকাংশই ধসে পড়ে বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়। ওই ঘটনায় নিহত ৩৯ জনের লাশ ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১ জন এবং আহত হন অন্ততঃ ৪০ জন। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ৩১ জনের পরিচয় পাওয়া গেছে। অপর ৮ জনের পরিচয় মিলেনি। পরিচয় শনাক্তের জন্য ৮জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত ওই ৮ মরদেহের দাবি করছে নিখোঁজ ৯ জনের স্বজনরা। নিহত ৮ মরদেহের পরিচয় শনাক্ত করতে ওই নিখোঁজ ৯ জনের দু’জন করে মোট ১৮ স্বজনের কাছ থেকে নমুনা রেফারেন্স ডিএনএ (ডি অক্সিরাইবো নিউক্লিক এ্যাসিড) ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হলেও ডিএনএ টেস্টের রিপোর্ট চূড়ান্ত হয়নি। ডিএনএ টেস্টের চূড়ান্ত রিপোর্ট ও ওই ৮ মরদেহের পরিচয় শনাক্তের ব্যাপারে খোঁজ নিতে সোমবার নিখোঁজ চার শ্রমিকের পরিবারের সদস্যরা গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। এ সময় তারা দ্রুত ডিএনএ টেস্টের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে লাশ হস্তান্তরের জন্য আবেদন জানায়। এদের মধ্যে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের নিখোঁজ মেশিন অপারেটর আনিসুর রহমানের স্ত্রী শারমিন আক্তার শিল্পী, মাগুরা জেলার ছনপুর গ্রামের নিখোঁজ আজিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপুলকি গ্রামের নিখোঁজ আবুল হোসেনের স্ত্রী নূরুন্নাহার, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার টঙ্কি গ্রামের বাসিন্দা নিখোঁজ মাসুম আহমেদের স্ত্রী রূপালী বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা গাজীপুর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছেও তাদের দাবির কথা জানিয়েছেন। এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম জানান, নিখোঁজ চার শ্রমিকের স্বজনরা সোমবার নিহতদের ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে কার্যালয়ে এসেছিলেন। তারা লাশ দ্রুত হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল ও লাশ হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে ওই বিষয়ে তাদের পরে জানানো হবে বলে জানানো হয়েছে। কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় কারখানার মালিক বিএনপি’র সাবেক সংসদ সদস্য মকবুল হেসেনকে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মকবুল হোসেনের স্ত্রীকেও আসামি করা হয়েছে।
×