ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপিকে বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন, দাবি করে লাভ হবে না

প্রকাশিত: ০৫:৩০, ২৭ ডিসেম্বর ২০১৬

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন, দাবি করে লাভ হবে না

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি আগামীতে সকল নির্বাচনেই অংশ নেবে, এমন আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি পেশ করে বিএনপির কোন লাভ হবে না। দাবি পেশ করে তা বাস্তবায়ন না হলে পরাজিত হিসেবে আগামী নির্বাচনে তাদের অংশ নিতে হবে। এটা কোন দলের জন্য শুভ নয়। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা প্রয়াত আবদুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, সাংবাদিক মোজাম্মেল বাবু, আবদুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাক এমপি, আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাহান খান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু। তোফায়েল আহমেদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি, নারায়ণগঞ্জ নির্বাচনের পরে তারা আগামী সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই বিএনপিকে বলব, বিভিন্ন দাবি পেশ না করে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করুন। তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের সময়ে বিএনপির নেতারা সারাদিন সংবাদ সম্মেলন করে বললেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যখন হেরে গেল তখন বলল কারচুপি হয়েছে। রাজনৈতিকভাবে দেওলিয়া না হলে কি এই কথা বলতে পারে? প্রয়াত আব্দুর রাজ্জাকের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তোফায়েল আহমেদ বলেন, ‘আবদুর রাজ্জাক ভাইয়ের কথা বলতে গেলে একদিনে শেষ করা যাবে না। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও রাজ্জাক ভাই ছিলেন সব দলের কাছে জনপ্রিয়। মৃত্যুর আগে আমি অসুস্থ রাজ্জাক ভাইকে লন্ডনে দেখতে যাই। আমার বিদায়ের সময় তিনি হাত ধরে বলেছিলেন, আচ্ছা তোফায়েল বল আমি কি যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারব না? তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি। ‘নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে প্রশ্ন আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, আজকে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নারায়ণগঞ্জে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রমাণ হয়ে গেছে, গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কিন্তু এই সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। আসলে বিএনপি নেতাদের মতিভ্রম ঘটেছে। না হলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন কী ভাবে? তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনের রায় বিএনপি একের এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আসলে কোন ভাল অর্জনকে বিতর্কিত করাই বিএনপির পুরনো ও মজ্জাগত অভ্যাস। বাংলাদেশের সব ভাল অর্জনকে তারা বিতর্কিত করার চেষ্টা করেছে। বিএনপি মহান মুক্তিযুদ্ধের অর্জনকেও বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই ২০১৯ সালে শেখ হাসিনা এবং পুনর্গঠিত নির্বাচনের কমিশনের অধীনেই সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশেদ খান মেনন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেসহ পরিবারে হত্যার পর যখন বাংলাদেশের রাজনীতিতে অমানিষা অন্ধকার নেমে আসে, তখন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। যুদ্ধাপরাধীদের বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তিনি আমৃত্যু লড়াই-সংগ্রাম করে গেছেন। ষড়যন্ত্রের পথ পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপিকে বলি, ভুল রাজনীতির পথ থেকে সরে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকা- চলছে তাতে সহযোগিতা করুন। সকল ষড়যন্ত্রের পথ পরিহার করে সরকারকে সহযোগিতা করুন। নইলে আগামীতেও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবেন।
×