ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অটিজমে আক্রান্ত শিশুর গানে বিস্ময়

প্রকাশিত: ০৫:২৮, ২৭ ডিসেম্বর ২০১৬

অটিজমে আক্রান্ত শিশুর  গানে বিস্ময়

অটিজমে আক্রান্ত স্কুলপড়ুয়া মেয়ে। তাতে কী? রীতিমতো সে এখন ইন্টারনেট সেনসেশন। তার গাওয়া হালিলুজা গান ইন্টারনেটে ত্রিশ লাখের বেশিবার দেখা হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডে ডোনাগহেডিতে কিলার্ড হাউস স্কুলের ক্রিসমাস কনসার্টে দশ বছর বয়সী কেলিগ রজার্স কানাডার বিখ্যাত শিল্পী লিওনার্ড কোহেনের গান গেয়ে সবাইকে বিস্মিত করে। কেলিগের রয়েছে এ্যাটেনশন ডেফিসি হাইপারএ্যাক্টিভি ডিসঅর্ডার (এডিএইচডি)। এর কারণে তার শিক্ষা কার্যক্রম বিলম্ব হয়েছে। তবে তার সঙ্গীতে মেতেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপানের দর্শকেরা। কেলিগ রজার্স সাধারণত প্রেসবাইটারিয়ান চার্চে গান গেয়ে থাকে। তার প্রধান শিক্ষক কলিন মিলার সাংবাদিকদের বলেন, কেলিগ বয়সে অনেক ছোট। তবে সে যখন গান গায় তখন দরাজ দিলে গায়। গান গাওয়ার ক্ষেত্রে সে খুবই আস্থাশীল। হাজার হাজার লোক কেলিগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছে। এ্যানাক্সিমান্ড্রো ডোলিও নামের একজন লিখেছেন, ‘দ্য স্কাই ইজ দ্য লিমিট, গড ব্লেস!’ -ডেইলি মেইল
×