ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মুষলধারে বৃষ্টি !

প্রকাশিত: ০৫:২৭, ২৭ ডিসেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে মুষলধারে বৃষ্টি !

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর ॥ সোমবার সকাল ৯ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় রাস্তাঘাটে ও নিচু এলাকায় পানি জমে যায় এবং বৃষ্টির সঙ্গে বাতাস প্রবাহিত হওয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। এছাড়া জেলার অর্ধশতের অধিকসংখ্যক ভাঁটির লাখ লাখ কাঁচা ইট ভেঙ্গে নষ্ট হয়েছে। চাষীরা তাদের আবাদকৃত আলুর ক্ষতির আশঙ্কা করছেন। তবে আবাদকৃত গম ও সরিষা ফলনে উপকার হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। রবিবার মধ্যরাত থেকে ঝড়তে শুরু করে ঘন কুয়াশা। সোমবার সকাল অবধি সে কুয়াশায় চারদিক ঢেকে থাকা অবস্থাতেই আকাশে মেঘের গর্জন ও বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাব্যাপী বৃষ্টি ঝরার পর রাস্তাঘাটে ও নিচু এলাকায় পানি জমে যায়। এ সময় কয়েকবার বিদ্যুত চলে গেলে দিনের বেলাতেই নিকষকালো গভীর রাতের অন্ধকার নেমে আসে। সেইসঙ্গে জেঁকে বসে তীব্র শীত। ফাঁকা হয়ে যায় রাস্তা-ঘাট। পরে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা শীতের ছোবল থেকে রক্ষা পেতে গায়ে মোটা কাপড় জড়িয়ে বের হয়েছেন। আশ্রমপাড়া মহল্লার ৯০ বছর বয়সী মিজানুর রহমান জানান, আমার জীবনে কুয়াশা এবং বৃষ্টি এক সঙ্গে ঝরতে দেখিনি। এখন এই বয়সে এসে তা দেখছি এবং পরিবেশ দূষণের ফলেই এমন হচ্ছে বলে আমার মনে হয়। পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম জানান, হঠাৎ বৃষ্টির ফলে আমার ভাঁটির দুই লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। জেলায় প্রায় ৭০টি ভাঁটির এমন অবস্থা হওয়ায় লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এছাড়া শত শত শ্রমিক এদিন কোন কাজ করতে পারেনি। কৃষি কর্মকর্তা জাহেরুল ইসলাম জানান, চাষীরা চলতি মৌসুমে এবার আগাম আলু আবাদসহ বিভিন্ন সব্জীর আবাদ করেছে। এতে আলুর ক্ষতির আশঙ্কা থাকলেও আবাদকৃত গম ও সরিষা ফলনে উপকার হবে।
×