ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন জনপ্রিয় পপ তারকা জর্জ মাইকেল

প্রকাশিত: ০৫:২৬, ২৭ ডিসেম্বর ২০১৬

চলে গেলেন জনপ্রিয় পপ তারকা জর্জ মাইকেল

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘কেয়ারলেস হুইস্পার’ খ্যাত ব্রিটিশ গায়ক ও গীতিকার জর্জ মাইকেল আর নেই। তার প্রকাশক জানিয়েছেন, ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে নিজের বাড়িতে স্থানীয় সময় রবিবার রাত ১১টায় মারা গেছেন এই পপ সঙ্গীতশিল্পী। খবর বিবিসি ও এএফপির। ১৯৮০-এর দশকে তরুণ কণ্ঠশিল্পী হিসেবে ‘হোয়াম!’ নামের এক ব্যান্ড দিয়ে সঙ্গীতজীবন শুরু করা এই তারকা পরবর্তীতে নিজের একক ক্যারিয়ার গড়ে তোলেন। ১৯৮৬ সালে হোয়াম ভেঙ্গে যাওয়ার পর জর্জ মাইকেল একক গায়ক হিসেবে ব্যাপক সাফল্য পান। সারাবিশ্বে তার এ্যালবাম ১০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। ‘কেয়ারলেস হুইস্পার’ ছাড়াও তার অন্যান্য বিখ্যাত গানের মধ্যে রয়েছে লাস্ট ক্রিসমাস, ওয়ান মোর ট্রাই, ওয়েক মি আপ বিফোর ইউ গো ও ফাদার ফিগার। প্রকাশক বলেন, বড়দিনে অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে শান্তিপূর্ণভাবেই জর্জ চিরনিদ্রায় শায়িত হন। টেমস ভ্যালির পুলিশ জানিয়েছে, তারা এই মৃত্যুর কোন ব্যাখ্যা খুঁজে পাননি। তবে এতে রহস্যজনক কিছুও পাওয়া যায়নি। হোয়ামে তার সহশিল্পী এ্যান্ড্রু রিজলি বলেন, আমার প্রিয় বন্ধুর মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। সঙ্গীত জগতসহ গোটা বিশ্ব আজীবন তাকে ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিখ্যাত গায়ক ও গীতিকার স্যার এলটন জন নিজের ইনস্টাগ্রামে জর্জ মাইকেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন।
×