ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ডাকাতি ॥ ১৫ লাখ টাকার মাল লুট॥ স্বামী-স্ত্রী আহত

প্রকাশিত: ০০:০১, ২৬ ডিসেম্বর ২০১৬

আড়াইহাজারে ডাকাতি ॥ ১৫ লাখ টাকার মাল লুট॥ স্বামী-স্ত্রী আহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা রেনু মিয়া (৭০) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)কে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনটি ঘটেছে রবিবার রাত ৩টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে। জানা গেছে, রবিবার রাত ৩টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদী তীরবতী চৈতনকান্দা গ্রামের হাজী বেনু মিয়ার বাড়িতে একদল ডাকাত গ্রীল কেটে ভেতরে ঢুকে। পরে তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সু-কেস ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাঁধা দিতে গেলে গৃহকর্তা হাজী বেনু মিয়া ও তার স্ত্রী হাজী মালেহা বেগমকে পিটিয়ে আহত করে ডাকাতরা। ঐ সময় বাড়িল লোকজন ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন বেড়িয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। ডাকাতির ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
×