ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৩:০০, ২৬ ডিসেম্বর ২০১৬

বাঁশখালীতে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ফরেষ্ট বিট সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিলের মাঝে বন্য হাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে জমিতে চাষীরা কাজ করতে গেলে মৃত হাতিটিকে দেখতে পায়। মৃত হাতি দেখে চাষীরা স্থানীয় রেঞ্জ অফিসে খবর দিলে অফিসের লোকজন এসে হাতিটির ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগ থেকে ডাক্তার নিয়ে আসে। এদিকে স্থানীয় এলাকাবাসীরা জানান, জনৈক আক্কাস উদ্দিনের মালিকানাধীন ধান ক্ষেতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থাকায় এই বন্য হাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই এলাকায় প্রায় সময় বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে ধান ক্ষেত ও ফসলের প্রচুর ক্ষতি সাধন করে। বিধায় আক্কাস উদ্দিন তার ধানক্ষেত বাঁচানোর জন্য এই অভিনব পদ্ধতি ও প্রাণী হত্যার মত ঘটনা ঘটেছে দাবী তুলেছে অন্যন্য চাষীরা। এদিকে কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ জাহান এর কাছে জানতে চাইলে তিনি জানান, কি কারণে বন্য হাতিটি মারা গেছে ময়না তদন্তের পর জানা যাবে। তাছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট দিয়ে হাতিটির মৃত্যু ঘটিয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।
×