ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশকোনা অভিযান: ৮ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ২২:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৬

আশকোনা অভিযান: ৮ জনকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক ॥ ঢাকার দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে রোববার রাতে এই মামলা করা হয় বলে দক্ষিণখানের ওসি তপন কুমার সাহা জানান। তিনি সাংবাদিকদের বলেন ওই অভিযান চলাকালে আত্মসমর্পণকারী দুই নারী, আত্মঘাতী দুজন এবং পলাতক চারজনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পলাতকদের নাম জানাতে পারেননি তিনি। শনিবার ভোররাতে পূর্বআশকোনার একটি তিনতলা ভবন ঘিরে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে দুই শিশুকে নিয়ে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন দুই নারী। তাদের একজন নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা এবং পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষ্ণা। এরপরেও ওই বাড়িতে এক শিশুকে এক নারী এবং এক কিশোর ছিল।ওই নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।শিশুটি আহত হয়ে এখন হাসপাতালে রয়েছে। এই নারী পলাতক জঙ্গি সুমনের স্ত্রী বলে পুলিশের ভাষ্য। সবার শেষে কিশোরটিও আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহত এই কিশোর গত সেপ্টেম্বরে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ সন্তানের একজন আফিফ বলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন। ‘সূর্যভিলা’ নামের ওই বাড়ি থেকে রোববার ১৯টি গ্রেনেড ও বিস্ফোরকের বেল্ট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
×