ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক যুগে আরটিভি

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৬

এক যুগে আরটিভি

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আরটিভি এক যুগে পা দিচ্ছে আজ। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনই জমকালো আয়োজন করবে। ১২ বছর পদার্পণ উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভি এখন এক শ্রেণীর দর্শকের টিভি না। দর্শকদের নান্দনিক চাহিদা পূরণ করে আমরা এখন শীর্ষপর্যায়ে আছি। আরটিভির একদল প্রগতিশীল ও কর্মঠ কর্মীবাহিনীর জন্য এটা সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত রেখে আমরা আরও ভাল করতে চাই দর্শকের চাহিদার কথা মাথায় রেখে। তবে এই পথচলা সবসময় মসৃণ ছিল না। অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে যেতে হয়েছে আমাদের। আর এই পথচলায় সবসময় আমরা সঙ্গে পেয়েছি আরটিভির দর্শকদের- সেজন্য আমরা কৃতজ্ঞ। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শুরু হয়েছে ‘উৎসব আনন্দে আজ ও আগামী রাতের আয়োজন’। আজ সোমবার সকাল ৮-৩০ মিনিট থেকে থাকছে সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর প্রভাতি আয়োজন’। সকাল ১০-৩০ মিনিটে রয়েছে বিশেষ তারকালাপ। ১২-১০ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘হৃদয়ের কথা’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা প্রমুখ। আরটিভির বেঙ্গল স্টুডিওতে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সংস্কৃতি জন ও তারকাদের উপস্থিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে আজ সকাল ১১টায়। যা সরাসরি সম্প্রচার হবে আরটিভিতে। বিকেলে ৫টায় আঁখি আলমগীরের পরিবেশনায় সরাসরি প্রচার হবে আরেকটি বিশেষ লাইভ গানের অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর সান্ধ্য আয়োজন’। রাত ৮-২০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘স্মার্টবয়’। রচনা ও পরিচালনা শামীম জামান।
×