ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’ এবার দিনাজপুরে

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৬

‘ইত্যাদি’ এবার দিনাজপুরে

স্টাফ রিপোর্টার ॥ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচার হবে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায়। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় মুকিমুল আনোয়ার মুকিম। ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ প্রচার হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। জানা গেছে, দেশ পরিক্রমার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে। গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে সেদিন দিনাজপুরে ছিল উৎসবের আমেজ। বর্ণিল আলোয় সাজানো এই কুঠিবাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। ‘ইত্যাদি’র এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকা জেলার ধামরাইয়ের এক দৃষ্টান্তস্বরূপ শিক্ষা তাপস নরেশ চন্দ্র অধিকারীর ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে গাজীপুর সরকারী মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাসকে নিয়ে প্রতিবেদন। রয়েছে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের জান্নাতুল বকেয়া মামুনির উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জন্মান্ধ ভ্যানচালক মহাসিন আলী ও তার পরিবারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এছাড়াও রয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যান পেজের ওপর একটি আকর্ষণীয় পর্ব। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে রয়েছে হানিফ সংকেতের একটি ভিন্নধর্মী সাক্ষাতকার। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর ওপর। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। বিজয়ের মাস উপলক্ষে দেশাত্মবোধক গান লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। এছাড়াও ইত্যাদির একটি জনপ্রিয় দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দিনাজপুরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। এবারে দিনাজপুর ও বর্ডার গার্ড বাংলাদেশকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে একটি নাট্যাংশে তারা অভিনয় করেন। দীর্ঘদিন পর শিল্পী আরিফুল হককে এবার দেখা যাবে ইত্যাদির পর্দায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর খ্যাতিমান অভিনেতা মাসুদ আলী খানও আবার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন ইত্যাদির এবারের একটি পর্বে। এছাড়া নিয়মিত সব পর্ব তো রয়েছেই।
×