ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আমি রফিক বলছি’ নাটকের চতুর্থ মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আমি রফিক বলছি’ নাটকের চতুর্থ মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আমি রফিক বলছি’ নাটকটি সম্প্রতি মঞ্চে এসেছে। এ নাটকের মাধ্যমে ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের যাত্রা শুরু হয়েছে। ওপার বাংলার নাট্যকার মানিক রায় চৌধুরী রচিত ‘আমি রফিক বলছি’ নাটকটির নির্দেশনা দিয়েছেন গাজী ফারুক। প্রযোজনায় একক অভিনয় করেছেন মঞ্চদাস খ্যাত অভিনেতা রফিক নটবর। নাটকের প্রযোজনা অধিকর্তা লায়ন ভূঁইয়া মুহাম্মদ রাশেদ। আলো সুজন মাহবুব, সঙ্গীতায়জনে আকাশ মল্লিক ও এএইচ জীবন, মঞ্চসজ্জা এহসান মাসুম। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে একাত্তরে আমাদের মুক্তির স্বপ্ন এবং বর্তমান বাস্তবতার আখ্যান। নাটকে একজন শহীদ মুক্তিযোদ্ধার বয়ান তুলে ধরা হয়। নাটকে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা যিনি কবরে গিয়েও শান্তি পান না। এক সময় তিনি কবর থেকে ওঠে এসে জীবিত মানুষদের কাছে আর্তি জানান যে, স্বপ্ন নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছেন তার বাস্তবায়ন ৪৫ বছরেও হয়নি। এ জন্য তিনি দেশের সকল মানুষকে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। প্রসঙ্গত গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এ পর্যন্ত নাটকটির তিনটি মঞ্চায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার ঢাকার বাইরে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত বিজয় মেলার নবমদিন নাটকটির চতুর্থ মঞ্চায়ন হয়। এ মেলার আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা বিজয়মেলা উদযাপন কমিটি। মানিকগঞ্জে অনুষ্ঠিত দশ দিনব্যাপী বিজয়মেলার আজ শেষ দিন। নাটকটি সেখানে বেশ প্রশংসিত হয়।
×