ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রাহকের নগদ জমার পরিমাণ বাড়ানোর দাবি

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৬

গ্রাহকের নগদ জমার পরিমাণ বাড়ানোর দাবি

গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা জমা নেয়ার পরিমাণ বাড়িয়ে ১০ লাখ করার প্রস্তাব করেছে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বৃহস্পতিবার সংগঠনটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ নিয়ে লিখিত প্রস্তাব জমা দেয়। বর্তমানে ব্রোকারেজ হাউসে নগদে ৫ লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারেন গ্রাহকরা। এর অতিরিক্ত হলে চেকের মাধ্যমে জমা দিতে হয়। ডিবিএর প্রস্তাবে বলা হয়েছে, এখন ট্রেকহোল্ডার কোম্পানির বিনিয়োগকারীদের কাছ থেকে নগদে সর্বোচ্চ ৫ লাখ টাকা নগদ নেয়া হয়। এর পরিমাণ বাড়িয়ে তা ১০ লাখ টাকা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর ট্যাক্স কমানোর প্রস্তাব করা হয়। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস অনুযায়ী- ট্রেক হোল্ডার কোম্পানিগুলো বিনিয়োগকারীদের থেকে নগদ ৫ লাখ টাকা গ্রহণের বিধান রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×