ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে টানা পতন অব্যাহত

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৬

ভারতের পুঁজিবাজারে টানা পতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ নোট বাতিলের সরকারী সিদ্ধান্তে আস্তে আস্তে হোঁচট খাচ্ছে ভারতের পুঁজিবাজার। কালো টাকা রুখতে বড় ধরনের ধস না হলেও ভারতের পুঁজিবাজার একটু একটু করে শক্তি হারাচ্ছে। প্রতিদিনই সেনসেক্স সূচক ৮০/১০০ পয়েন্ট করে কমছে। বিনিয়োগে আস্থা হারানোর কারণে এই পতন স্পষ্ট হয়ে উঠছে। বৃহস্পতিবার ও ভারতের পুঁজিবাজারে সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট কমেছিল। কিন্তু শনিবারে সেনসেক্স আগের দিনের তুলনা মাত্র ৬১.১০ পয়েন্ট বেড়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার বাজারে সেনসেক্স সূচক টানা ৭ দিনের মতো কমেছে। লেনদেনের সর্বশেষ পর্যায়ে সূচক ছিল ২৬ হাজারের নিচে। অথচ গত সেপ্টেম্বরে এই সূচক ২৯ হাজারের উপরে ছিল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সেনসেক্স কমার সঙ্গে সঙ্গে পুঁজিবাজারে আরেক সূচক নিফটিও হাজারের ঘর থেকে নিচে নেমেছে। এ নিয়ে টানা ৭ দিনে সেনসেক্সের পতন হয়েছে ২.৮ শতাংশ। আর মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর তা কমেছে প্রায় ৬ শতাংশ। এদিকে সম্প্রতি মার্কিন সুদের হার বৃদ্ধিও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে ভারতের বাজারে বিদেশী বিনিয়োগ আরও কমেছে। গত ২০ দিনে তারা ২৫ কোটি ডলারের বিনিয়োগ ছেড়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ধস না-নামলেও বাজারের দুর্বলতা কিন্তু বেশ স্পষ্ট। আসলে এই দুর্বলতা শুধু নোট বাতিলে নয়, সম্প্রতি মার্কিন সুদের হার বাড়ানো প্রভাবও অনেক শিল্পের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে, আর তা অনুমান করেই অনিশ্চয়তা বাড়ছে বাজারে। ক্রেতা কমেছে, কমছে লেনদেনের পরিমাণ। নোট বাতিলের প্রভাব কাটিয়ে উঠতে শিল্পের আরও ৬ মাস সময় লাগবে বলে মনে করছেন তারা। অর্থাৎ আগামী ২টি ত্রৈমাসিক কোম্পানি ফলাফল বাজারকে তেমন শক্তি যোগাতে পারবে না।
×